![](https://bnst1.latestly.com/wp-content/uploads/2023/01/Adil-Durrani-Rakhi-Sawant-380x214.jpg)
মুম্বই, ১২ জানুয়ারি: আদিল দুরানির (Adil Durrani) সঙ্গে তাঁর বিয়ে হয়েছে। সম্প্রতি এমনই দাবি করেন রাখি সাওয়ান্ত (Rakhi Sawant)। আদিল দুরানির সঙ্গে রাখি সাওয়ান্তের বিয়ে নিয়ে যখন তোলপাড় শুরু হয়েছে, সেই সময় নয়া ভিডিয়ো শেয়ার করেন টেলিভিশনের ড্রামা কুইন। রাখি বলেন, বিয়ে নিয়ে তিনি খুশি। স্বামী হিসেবে আদিলকে তিনি ভালবাসেন বলেও মন্তব্য করেন রাখি। অভিনেত্রী নিজের সোশ্যাল হ্যান্ডেলে আদিল দুরানির সঙ্গে ভিডিয়ো শেয়ার করে, 'জাস্ট ম্যারেড' বলে ক্যাপশন জুড়ে দেন।
View this post on Instagram
রাখির দাবি, তাঁর সঙ্গে আদিলের বিয়ে হয়েছে ৭ মাস অতিক্রান্ত। আদিলের সঙ্গে তিনি ৭ মাস ধরে বিবাহিত জীবন উপভোগ করছেন বলেও জানান রাখি। রাখি সাওয়ান্তের সঙ্গে আদিল দুরানির নিয়ে যখন জোর জল্পনা শুরু হয়, সেই সময় একাধিক বিস্ফোরক অভিযোগ উঠে আসতে শুরু করে। আদিল নাকি রাখি সাওয়ান্তের সঙ্গে বিয়ে অস্বীকার করছেন। যা নিয়ে মুখ খোলেন রাখি।
আরও পড়ুন: Rakhi Sawant: দুবাইবাসী আদিল খানের সঙ্গে বিয়ে পাকা রাখি সাওয়ান্তের? দেখুন
অভিনেত্রী বলেন, আদিল কেন তাঁর সঙ্গে বিয়ের কথা অস্বীকার করছেন, তা জানা নেই। হিন্দু মেয়েকে বিয়ে করায় বাবা, মা মানতে চাইছেন না বলেই কি আদিল এই সম্পর্ক অস্বীকার করেছন বলেও প্রস্ন তোলেন রাখি।