Raju Srivastav (Photo Credit: File Photo)

দিল্লি, ২১ সেপ্টেম্বর: দ্বিতীয়বারের হার্ট অ্যাটাক আর সহ্য করতে পারলেন না রাজু শ্রীবাস্তব (Raju Srivastav)। দ্বিতীয়বারের কার্ডিয়াক অ্যারেস্টেই প্রয়াত হন রাজু শ্রীবাস্তব। জনপ্রিয় কৌতুক শিল্পীর মৃত্যুর পর এমনই জানান রাজু শ্রীবাস্তবের ভাইপো কুশল শ্রীবাস্তব। বুধবার সকাল ১০.২০ মিনিটে মৃত্যু হয় রাজু শ্রীবাস্তবের। রাজুর মৃত্যুর পর গোটা দেশ জুড়ে শোকের ছায়া নেমে আসে। রাজু শ্রীবাস্তবের মৃত্যুতে শোক প্রকাশ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

রাজু শ্রীবাস্তবের স্ত্রী শিখা জানান, তাঁর স্বামী লড়াই করেছেন অনেক। তবে স্বামীর এত কষ্ট আর সহ্য করতে পারছিলেন না তিনি। রাজু শ্রীবাস্তব যাতে এই কষ্ট থেকে মুক্তি পান, সেই প্রার্থনা করছিলেন বলেও জানান শিখা শ্রীবাস্তব।

আরও পড়ুন:  Raju Srivastav: বৃহস্পতিবার শেষকৃত্য, চোখের জলে বিদায় জানানো হবে রাজু শ্রীবাস্তবকে

গত ১০ অগাস্ট দিল্লিতে একটি জিমের মধ্যে অসুস্থ হয়ে পড়েন রাজু শ্রীবাস্তব। বুকে ব্যাথা নিয়ে রাজু শ্রীবাস্তবকে ভর্তি করা হয় দিল্লির এমসে। সেই থেকে লড়াই চলছিল। ৪১ দিনের লড়াই শেষে প্রয়াত হন জনপ্রিয় কৌতুক শিল্পী।