পোশাকের জন্য এবার কড়া সমালোচনার মুখে পড়লেন প্রিয়াঙ্কা চোপড়ার মা মধু চোপড়া। পরিণীতি চোপড়ার বিয়ের পর সম্প্রতি মুম্বইতে পাপারাৎজির ক্যামেরায় ধরা পড়েন মধু চোপড়া। যেখানে তাঁকে কালো রঙের ট্রান্সপারেন্ট টপে দেখা যায়। কালো রঙের ট্রান্সপারেন্ট টপ পরায়, মধু চোপড়াকে একের পর এক কাটক্ষের মুখে পড়তে হয়। প্রিয়াঙ্কার মা এই বয়সে কেন এই ধরনের পোশাক পরেছেন বলে প্রশ্ন তোলেন অনেকে। কেউ কেউ আবার বলতে শুরু করেন, প্রিয়াঙ্কার কাছ থেকে অনুপ্রাণিত হয়েই মধু চোপড়া এই ধরনের পোশাক পরেছেন। কেউ আবার মধু চোপড়ার পছন্দ নিয়েও প্রশ্ন তোলেন। সবকিছু মিলিয়ে প্রিয়াঙ্কা চোপড়ার মায়ের পোশাক নিয়ে জোরদার সমালোচনা শুরু হয়ে যায় নেটিজেনদের একাংশের মধ্যে। দেখুন...
View this post on Instagram