মুম্বই, ৯ নভেম্বর: ফের স্বামীর বিরুদ্ধে হাসপাতালে পুনম পান্ডে (Poonam Pandey)। স্বামীর বিরুদ্ধে শারীরিক নিগ্রহের অভিযোগ তুলে থানায় হাজির হন বলিউড (Bollywood) অভিনেত্রী। এরপরই পুনমের স্বামী শ্যাম বম্বেকে গ্রেফতার করে মুম্বই পুলিশ। শ্যামের নিগ্রহের পর পুনমকে স্থানীয় হাসপাতালে (Hospital) ভর্তি করা হয় বলে খবর।
তবে এই প্রথম নয়, এর আগেও স্বামী শ্যাম বম্বের বিরুদ্ধে পুলিশের দ্বারস্থ হন পুনম পান্ডে। ওই সময় গোয়ায় শ্যুটিংয়ের সময় পুনম পান্ডের উপর শ্যাম বম্বে ( Sam Bombay ) শারীরিক নিগ্রহ চালান বলে অভিযোগ। যদিও ওই সময় পুনম পান্ডের অভিযোগের পর শ্যাম বম্বেকে কিছুদিনের জন্য গ্রেফতার করে পুলিশ।
আরও পড়ুন: Dengue: করোনার মধ্যে ফের বাড়ছে ডেঙ্গি, ম্যালেরিয়ার প্রকোপ, সতর্ক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
পরে দুজনের মধ্যে সমস্ত সমস্যার সমাধান হয়ে গিয়েছে বলে শ্যাম বম্বের জামিনের ব্যবস্থা করেন পুনম পান্ডে। প্রসঙ্গত গোয়া (Goa) পুলিশের কাছে পুনম ওই সময় অভিযোগ করেন, শ্যাম বম্বে তাঁর উপর অত্যাচার চালিয়েছেন। এমনকী, মাঝে মধ্যেই তাঁকে হুমকিও শ্যাম দিতেন বলে অভিযোগ করেন বলিউডের এই অভিনেত্রী।