Kangana Ranaut, Uorfi Javed (Photo Credit: Instagram)

মুম্বই, ৩০ জানুয়ারি: পঠান-এর (Pathaan) বাধাভাঙা সাফল্যের পর শাহরুখ খানকে (Shah Rukh Khan)  নিয়ে ট্যুইট করেন কঙ্গনা রানাউত। হিন্দু, মুসলিম বিচার না করে মানুষ যেভাবে পাঠান-কে ভালবাসায় ভরিয়ে দিয়েছেন, তা একমাত্র ভারতেই সম্ভব। ভারতের মানুষ খানদের ভালবাসেন। হিন্দু,মুসলিম বাছবিচার করেন না। তাইতো, হিন্দুদের তুলনায় মুসলিম অভিনেত্রীদের প্রতি বেশি ভালবাসা দেখান। তাই ভারতে ধর্ম দেখে মানুষের বিচার করা হয় বলে যাঁরা অভিযোগ করেন, তাঁরা আদতে ভুল। ভারতে কখনওই ধর্ম দেখে বাছবিচার করা হয় না বলে পাঠান-এর সাফল্যের পর ট্যুইট করেন কঙ্গনা। যা নিয়ে এবার পালটা মুখ খুললেন ঊরফি জাভেদ (Uorfi Javed)।

আরও পড়ুন:  Kangana Ranaut: এমার্জেন্সির জন্য সম্পত্তি 'বন্ধক' রেখেছেন কঙ্গনা রানাউত

কঙ্গনার (Kangana Ranaut) ট্যুইটের পর পালটা মত প্রকাশ করে কার্যত অবাক হয়ে যান ঊরফি। কী হিন্দু অভিনেতা, মুসলিম অভিনেতা করছেন। শিল্পকে কখনও হিন্দু, মুসলিম দিয়ে ভাগ করা যায় না। শিল্পীরা শুধুমাত্র শিল্পীই হন বলে কঙ্গনাকে পালটা একহাত নেন ঊরফি জাভেদ।