Kangana Ranaut (Photo Credit: Instagram)

মুম্বই, ২৬ জানুয়ারি: 'এমার্জেন্সির' জন্য নিজের সম্পত্তি বন্ধক রেখেছেন কঙ্গনা রানাউত (Kangana Ranaut)। সম্প্রতি এমনই দজানান বলিউড অভিনেত্রী। কঙ্গনা নিজের সাক্ষাৎকারে জানান, এমার্জেন্সির জন্য নিজের সমস্ত সম্পত্তি বন্ধক রেখেছেন, তবে এটি কোনও বড় কথা নয়। তিনি যখন মুম্বইতে আসেন, তখন তাঁর হাতে মাত্র ৫০০ টাকা ছিল। তাই কোনও এপিক ড্রামার ডন্য তিনি সম্পত্তি বন্ধক রেখেছেন, তার জন্য তেমনভাবে চিন্তিত নন বলে জানান কঙ্গনা। এসবের পাশাপাশি কঙ্গনা আরও জানান, কেরিয়ারের শুরুতে তাঁর জীবন প্রায় ধ্বংসের মুখে ছিল। সেখান থেকে তিনি ঘুরে দাঁড়িয়েছেন। তাই এমার্জেন্সির জন্য সম্পত্তি বন্ধক রেখে তিনি কোনওভাবে চিন্তিত নন বলে স্পষ্ট জানান বলিউড নায়িকা। প্রসঙ্গত এমার্জেন্সিতে প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর চরিত্রে অভিনয় করছেন কঙ্গনা রানাউত।

আরও পড়ুন: Kangana Ranaut Returns Twitter: উঠল 'ব্যান', ট্যুইটারে ফিরেই ট্য়ুইট কঙ্গনা রানাউতের

সম্প্রতি ট্যুইটার থেকে উটেছে কঙ্গনার ব্যান। ট্য়ুইটার থেকে বন্যান ওঠার পর কঙ্গনা ফের মাইক্রো ব্লগিং সাইটে ফিরে এসে, প্রথম ট্যুইট করেন। যা দেখে আপ্লুত অভিনেত্রীর অনুরাগীরা।