অভিনেত্রী পরিণীতি চোপড়া (Photo Credits: Yogen Shah)

মুম্বই, ১৭ অক্টোবর: Parineeti Chopra In No- Makeup Look: মুম্বই (Mumbai) শহরে মেকআপ ছাড়াই (No Makeup) ঘুরে বেড়াচ্ছেন অভিনেত্রী পরিণীতি চোপড়া (Parineeti Chopra)। জেল্লায় ফেটে পড়ছে তাঁর ত্বক। মেকআপ ছাড়াই ঠিক যেন পরীর মত লাগছে তাঁকে। হবে নাই বা কেন, আসল সৌন্দর্য ঢাকতে কখনই মেকআপের প্রয়োজন পড়ে না। পরিণীতির জিম ফেরত ছবিতে কঠিন মনও গলে জল হয়ে যেতে পারে তা আর বলার অপেক্ষা রাখে না। চলচ্চিত্র জগতে হ্যাপেনিং না হতে পারলেও সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট ঝড় তোলেন ইশাকজাদে খ্যাত এই অভিনেত্রী।

চুলবুলি পরিণীতিকে আমরা সাধারণত দেখি ঝকমারি পোশাকে। তবে এ সকাল দেখাল তাঁর অন্যরূপ। নেই পোশাকের ঝকমারি। নেই পোশাকের বাহার। শুধু চোখে নীল চশমা, পরনে সাদামাটা জিমের পোশাক। পায়ে সাদা স্পোর্টস শু। এতেই মাত তাঁর ভক্তেরা। সামান্য জিমের পোশাকেও যে সুন্দরী লাগতে পারে তা তো বিশ্বাসের ঊর্ধ্বে। আরও পড়ুন, ফিরল অসম বয়সী প্রেমের উষ্ণতা, ফের অনুপ জালোটার সঙ্গে ঘনিষ্ঠ জশলিন মাথারু

মেকআপ ছাড়াই ঘুরে বেড়াচ্ছেন অভিনেত্রী পরিণীতি চোপড়া (Photo Credits: Yogen Shah)

নভেম্বর মাসে পরিণীতি চোপড়ার পরবর্তী ছবি 'সন্দীপ অউর পিঙ্কি ফারার' (Sandeep Aur Pinky Faraar) ছবিটি মুক্তি পেতে চলেছে শীঘ্রই। ছবিটির পরিচালক দিবাকর ব্যানার্জি (Dibakar Banerjee)। ছবিতে আবারও ঝড় তুলতে আসছে ইশাকজাদে খ্যাত জুটি অর্জুন কাপুর ও পরিণীতি চোপড়া। ছবিটির প্রযোজনায় আদিত্য চোপড়া। বহুদিন ধরে তাঁর বাক্স অফিস হিট ছবি উপহার পাওয়া না গেলেও অসামান্য অভিনয়ের দক্ষতায় নিজেকে দক্ষ অভিনেত্রী হিসেবে প্রমান করেছেন বহুবার। আত্মবিশ্বাসী অভিনেত্রী নো- মেকআপে স্বাবলীলভাবে পোজ দিয়েছেন পাপারাত্জিদের। বিন্দুমাত্র অস্বস্তি নেই চোখে মুখে।