মুম্বই, ২১ জানুয়ারি: সুশান্ত সিং রাজপুতের (Sushant Singh Rajput) জন্মদিন আজ। সুশান্তের জন্মদিনে রিয়া (Rhea Chakraborty) লিখলেন, 'মিস ইউ সো মাচ।' নিজের সোশ্যাল হ্যান্ডেলে সুশান্তের সঙ্গে পুরনো ভিডিয়ো শেয়ার করেন রিয়া চক্রবর্তী। সেখানেই তিনি সুশান্তকে 'মিস' করছেন বলে জানান অভিনেত্রী। রিয়ার পোস্ট দেখে তাঁকে পালটা ভালবাসা জানান ফাতিমা সানা শেখ, অনুষ্কা রঞ্জন, শিবানী দান্ডেকররা। দেখুন রিয়া চক্রবর্তীর পোস্ট...
View this post on Instagram
সুশান্ত সিং রাজপুতের জন্মদিনে ভাইয়ের ভিডিয়ো শেয়ার করেন তাঁর দিদি শ্বেতা সিং কীর্তি। এমনকী, প্রয়াত ভাইয়ের জন্মদিনকে 'সুশান্ত ডে' বলেও মন্তব্য করেন শ্বেতা সিং।
আরও পড়ুন: Sushant Singh Rajput: জন্মদিনে সুশান্তের ভিডিয়ো, অভিনেতার দিদির ভিডিয়োতে চোখে জল অনুরাগীদের
শ্বেতা সিং কীর্তি (Shweta Singh Kirti) সুশান্তের যে ভিডিয়ো শেয়ার করেন, তা দেখে আবেগপ্লুত হয়ে পড়েন নেটিজেনদের একাংশ। সুশান্ত সিং রাজপুতের জন্য চোখে জল এসে যায় তাঁর অসংখ্য অনুরাগীর।