বলিউড অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকি (Nawazuddin Siddiqui) এবং তাঁর স্ত্রী আলিয়া সিদ্দিকির (Aaliya Siddiqui) দাম্পত্য কলহ ক্রমশ চর্চার কেন্দ্রবিন্দু হয়ে উঠছে। শাশুড়ির বিরুদ্ধে বধূ নির্যাতনের অভিযোগ এনেছিলেন অভিনেতার স্ত্রী। তবে এবার আলিয়ার আইনজীবী অভিযোগ তুললেন খোদ অভিনেতার বিরুদ্ধে। নিজের বাড়িতেই নাকি গৃহবন্দি করে রাখা হয়েছে আলিয়াকে। খেতে দেওয়া হয়না। অনুমতি নেই শৌচাগার যাওয়ার। বিছানায় শোয়াতে রয়েছে বাধা।
আরও পড়ুনঃ প্রকাশ্যে সঙ্গীর সঙ্গে নাচ, ১০ বছরের কারাদণ্ড ইরানি যুগলের
নওয়াজউদ্দিন এবং স্ত্রীয়ের (Nawazuddin Siddiqui and Wife Aaliya Siddiqui) মধ্যে এই দাম্পত্য কলহের সূত্রপাত হয় সম্পতি সংক্রান্ত জটিলতা নিয়ে। শ্বশুরবাড়ির সম্পতি জবরদখল করতে চাইছে পুত্রবধূ, এমন অভিযোগ নিয়ে থানার দারস্ত হন অভিনেতার মা। পুত্রবধূর বিরুদ্ধে অভিযোগ জানান। তেমনই আলিয়া নওয়াজের পরিবারের বিরুদ্ধে পাল্টা ৫০৯ ধারায় অভিযোগ দায়ের করেন।
আরও পড়ুনঃ শুটিংয়ের মাঝে পা থেকে রক্ত ঝরছে সানি লিওনের, আহত অভিনেত্রী
আলিয়া সিদ্দিকির (Aaliya Siddiqui) আইনজীবী অভিনেতার পরিবারের বিরুদ্ধে সরাসরি অভিযোগ তোলেন। তিনি জানান, টানা সাত দিন আলিয়াকে খেতে দেওয়া হয়নি। বিছানায় শুতে দেওয়া হয়নি। শৌচাগার ব্যবহারে নিষেধাজ্ঞা রয়েছে। সারাক্ষণ বাড়ির মধ্যে দেহরক্ষী দ্বারা পরিবেষ্টিত থাকতে হয় আলিয়াকে। অভিনেতার পরিবারের বিরুধে এইরূপ নানা অভিযোগ এনেছেন আলিয়া সিদ্দিকির আইনজীবী।
এর আগে ২০২০ সালে স্বামীর সঙ্গে বৈবাহিক সম্পর্ক ভাঙতে উদ্যত হয়েছিলেন আলিয়া সিদ্দিকি। নওয়াজউদ্দিনের (Nawazuddin Siddiqui) পরিবারের বিরুদ্ধে একই ভাবে গার্হস্থ হিংসার অভিযোগ এনেছিলেন সেই সময়েও। দুই সন্তান নিয়ে অভিনেতার থেকে আলাদা থাকাও শুরু করেছিলেন তিনি। কিন্তু ২০২১ সালে অশান্তি ভুলে বিচ্ছেদের সিদ্ধান্ত বাতিল করে দেন তিনি। কিন্তু বছর ঘুরতে না ঘুরতেই আবার সেই দাম্পত্য কলহ।