মুম্বই, ২ ডিসেম্বর: মৃত্যু হল মির্জাপুরখ্যাত (Mirzapur) অভিনেতা ব্রক্ষ্ম মিশ্রর। মুম্বইয়ের ভরসোভা ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয় অভিনেতা ব্রক্ষ্ম মিশ্রর মৃতদেহ। ভরসোভার ফ্ল্যাটে প্রায় পচন ধরে গিয়েছিল ব্রক্ষ্ম মিশ্রর মৃতদেহ। পুলিশ গিয়ে তা উদ্ধার করে। কী করণে ব্রক্ষ্ম মিশ্রর মৃত্যু হয়েছে, সে বিষয়ে পুলিশ এখনও কিছু জানায়নি। তবে তদন্ত শুরু হয়েছে।
ব্রক্ষ্ম মিশ্রর (Bramha Mishra) মৃত্যুর খবরে শোক প্রকাশ করেন একের পর এক অভিনেতা। মির্জাপুর অভিনেতা দিব্যেন্দুও নিজের সোশ্যাল হ্যান্ডেলে ব্রক্ষ্ম মিশ্রর মৃত্যুর খবর শেয়ার করেন। তাঁদের ললিত আর নেই। প্রত্যেক যেন ব্রক্ষ্ম মিশ্রর আত্মার শান্তি কামনা করেন। এমনই আবেদন করেন দিব্যেন্দু।
আরও পড়ুন: Katrina-Vicky: ক্যাটরিনার সঙ্গে বিকির বিয়ে, সলমন যাচ্ছেন? মুখ খুললেন অভিনেতার বোন
দেখুন দিব্যেন্দুর পোস্ট...
View this post on Instagram
অভিনেত্রী শ্বেতা ত্রিপাঠী শর্মাও ব্রক্ষ্ম মিশ্রর মৃত্যুতে শোক প্রকাশ করেন। মির্জাপুরের পাশাপাশি নওয়াজউদ্দিন সিদ্দিকির মানঝি, অক্ষয় কুমারের কেশরিসহ একাধিক জনপ্রিয় ছবিতে অভিনয় করেন ব্রক্ষ্ম মিশ্র।