বিদায়বেলায় রাজ কৌশল

মুম্বই, ৩০ জুন: হৃদযন্ত্র বিকল হয়ে মাত্র ৪৯-এই চলে গেলেন পরিচালক, প্রযোজক রাজ কৌশল (Raj Kaushal)। বুধবার সকালে মুম্বইয়ে মৃত্যু হয় মন্দিরা বেদীর (Mandira Bedi) স্বামীর। রাজ কৌশলের মৃত্যুর খবর ছড়াতেই শোকের ছায়া নেমে আসে গোটা বলিউড (Bollywood) জুড়ে।  পরিচালক অনির থেকে শুরু করে নেহা ধুপিয়া, টিস্কা চোপড়া, রোহিত রায় প্রত্যেকে রাজ কৌশলের মৃত্যুতে শোকে মূহ্যমান হয়ে পড়েন।

আরও পড়ুন: Dilip Kumar: শ্বাসকষ্টের সমস্যা, ফের হাসপাতালে ভর্তি দিলীপ কুমার

বুধবার সকালে রোহিত রায় জানান, ভোর সাড়ে চারটে নাগাদ রাজ কৌশলের মৃত্যু হয়। ওই সময় মুম্বইয়ের (Mmumbai) বাড়িতেই ছিলেন তিনি। বুধবার ভোর সাড়ে চারটে নাগাদ রাজের বুকে ব্যথা শুরু হয়। ওই সময় কোনও ধরনের চিকিৎসার কোনও অবকাশ পাননি মন্দিরা বেদী। অসুস্থতা বোধ করার পরপরই মৃত্যু হয় পরিচালকের।

 

 

View this post on Instagram

 

মুম্বইয়ের শিবাজী গ্রাউন্ডে রাজ কৌশলের শেষকৃত্য সম্পন্ন করার তোড়জোড় শুরু হয়েছে। অনুপম খের, মনোজ বাজপায়ী সহ গোটা বলিউড শোক প্রকাশ করে রাজ কৌশলের মৃত্যুতে।