মুম্বই, ৫ এপ্রিল: অর্জুন কাপুর (Arjun Kapoor) এবং মালাইকা অরোরা (Malaika Arora) এবার বিয়ের পিঁড়িতে বসতে পারেন। অর্জুন, মালাইকার বিয়ে নিয়ে জোর গুঞ্জন শুরু হয়েছে বলিউডে। সম্প্রতি মালাইকা জানান, অর্জুন এবং তিনি নিজেদের সম্পর্ককে পরের ধাপে নিয়ে যেতে চান। মাল্লার মুখ থেকে এই কথা শোনার পর থেকেই শুরু হয়েছে জল্পনা। অর্জুন এবং মালাইকার বয়সের তফাৎ নিয়ে নানা জল্পনা হলেও, অভিনেত্রী তা নিয়ে মাথা ঘামাতে রাজি নন বলে জানান। অর্জুন এবং মালাইকা কখনওই নিজেদের সম্পর্কের মধ্যে বয়সের ফারাককে বেশি করে দেখতে চান না বলে জানান অভিনেত্রী। তবে অর্জুন এবং মালাইকা কবে বিয়ে করছেন, সে বিষয়ে স্পষ্ট করে কিছু জানাননি।
আরবাজ খানের সঙ্গে বিচ্ছেদের পর থেকেই মালাইকা অরোরা অর্জুন কাপুরের সঙ্গে সম্পর্কে জড়ান বলে শোনা যায়। য়া নিয়ে একাধিক কটাক্ষের মুখে পড়তে হয় মালাইকা অরোরাকে। তবে সমালোচনা এবং কটাক্ষের মুখে পড়েও কখনও অর্জুনের সঙ্গে সম্পর্ক নিয়ে তাঁকে খুব বেশি মুখ খুলতে দেখা যায়নি।