মুম্বই, ১৬ মে: মুম্বইয়ের (Mumbai) ফ্ল্যাট ভাড়ায় দিলেন মালাইকা অরোরা (Malaika Arora) । মুম্বইয়ের ব্যান্দ্রায় মালাইকার যে ফ্ল্যাট রয়েছে, তা ৩ বছরের চুক্তিতে ভাড়ায় দেন মাল্লা। পালি হিলের ওই ফ্ল্যাট এবার ভাড়া নেন ডিজাইনার কশিশ হংস। প্রত্যেক মাসে ১.৫০ লক্ষ টাকা ভাড়ায় কশিশ হংসকে পালি হিলের ফ্ল্যাট ভাড়ায় দেন মাল্লা। তবে ৩ বছরে এই ফ্ল্যাটের ভাড়া একটু একটু করে বাড়বে বলে জানা যাচ্ছে। তাহলে কশিশ প্রথম বছর মালাইকাকে প্রত্যেক মাসে দেড় লক্ষ করে ভাড়া দিলেও, পরের বছর তা বেড়ে হবে ১.৫৭ লক্ষ এবং তার পরের বছরে সেই ভাড়া গিয়ে পৌঁছবে ১.৬৫ লক্ষতে।
আরও পড়ুন: Malaika Arora: 'কতজন শয্যাসঙ্গিনীর সঙ্গে সময় কাটিয়েছে?' ছেলেকে মালাইকার প্রশ্ন শুনে রাগলেন নেটিজেনরা
রিপোর্টে প্রকাশ, চলতি বছর গত ২৯ এপ্রিল মালাইকার ফ্ল্যাট ভাড়া নিতে চুক্তিপত্রে স্বাক্ষর করেন ডিজাইনার কশিশ হংস। ইতিমধ্যেই কশিশ ৪.৫ লক্ষের সিকিউরিটি ডিপোজিটও জমা করেছেন বলে খবর।