Malaika Arora -Arjun Kapoor Split: ভাঙল অর্জুন-মালাইকার সম্পর্ক? প্রেমিকের জন্মদিনে গরহাজির মাল্লা
Malaika Arora, Arjun Kapoor (Photo Credit: File Photo)

মুম্বই, ২৬ জুন: শেষ পর্যন্ত বিচ্ছেদ হয়ে গেল মালাইকা অরোরা (Malaika Arora) এবং অর্জুন কাপুরের (Arjun Kapoor)। বেশ কিছুদিন ধরে যখন এমন গুঞ্জন ছড়াচ্ছিল, সেই সময় অর্জুন কাপুরের জন্মদিনে মালাইকার অনুপস্থিতি যেন সমস্ত আলো শুষে নিল। জানা যাচ্ছে, অর্জুন কাপুরের ৩৯ বছরের জন্মদিনের পার্টিতে হাজির হননি মালাইকা। এমনকী সমাজমাধ্যমে অর্জুনকে ভালবাসা জানাতেও দেখা যায়নি মালাইকাকে। শুধু অর্জুনের জন্মদিনে একটি পোস্ট শেয়ার করেন মাল্লা। যেখানে তিনি লেখেন, যে সমস্ত মানুষের উপর তিনি চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারেন, একমাত্র তাঁদেরই তিনি পছন্দ করেন। অর্জুনের জন্মদিনে মালাইকার এ হেন পোস্ট যে বেশ অর্থবহ, তা বলার অপেক্ষা রাখে না।

২০১৯ সাল থেকে অর্জুন কাপুর এবং মালাইকা অরোরার সম্পর্ক প্রকাশ্যে আসতে শুরু করে। অর্জুন, মালাইকাকে একান্তে যেমন সময় কাটাতে দেখা যায়, তেমনি দুজনকে একাদিকবার বিদেশ ভ্রমণেও দেখা যায়। নিজেদের সম্পর্ক নিয়ে খুব বেশে কথা না বললেও, তাঁরা দুজন যে একে অপরের হাত ধরে ছিলেন সর্বদা, তা স্পষ্ট হত। হঠাৎ করে অর্জুন, মালাইকার সম্পর্কে ভাঙন কেন, তা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে বি টাউনে।