মুম্বই, ২ জুলাই: রাজ কৌশলকে (Raj Kaushal) ছোট থেকে চেনেন তিনি। তিনি প্রথম যখন মুম্বইতে আসেন, সেই সময় রাজই তাঁকে গোটা শহর ঘুরে দেখান। রাজের বাইকে বসে গোটা মুম্বই সহ গণপতি উৎসব দেখেছিলেন। পাপারাৎজির সামনে পোজ দিয়ে এমনই মন্তব্য করলেন মহিমা চৌধুরী (Mahima Chaudhary)। ছোটবেলার বন্ধু রাজের মৃত্যুতে তাঁর সম্পর্কে বলতে গিয়ে মহিমা কেন হাসতে শুরু করেন, তা নিয়ে প্রশ্ন তোলেন নেটিজেনদের একাংশ।
View this post on Instagram
শুধু তাই নয়, রাজের মৃত্যু নিয়ে বলার সময় কেন ক্যামেরার সামনে পোজ দিলেন, তা নিয়েও প্রশ্ন তোলেন অনেকে। পাশাপাশি রাজের খবর মন্দিরা বেদীর পাশে দাঁড়াতে এসেছেন, না ফ্যাশন শো করতে গিয়েছেন! এমন প্রশ্নও তোলেন অনেকে। সবকিছু মিলিয়ে, মন্দিরা বেদীর বাড়ি থেকে বেরনোর সময় পাপারাৎজির সামনে পড়ে একের পর এক কটাক্ষ এবং আক্রমণের মুখে পড়েন মহিমা চৌধুরী।
আরও পড়ুন: Mandira Bedi: 'আমার হার্ট অ্যাটাক হতে যাচ্ছে', মৃত্যুর আগে মন্দিরাকে শেষ কথা বলেন রাজ
প্রসঙ্গত গত বুধবার রাজ কৌশলের মৃত্যুর পর নিজের ইনস্টাগ্রামে প্রয়াত পরিচালকের প্রতি দুঃখ প্রকাশ করেন মহিমা চৌধুরী। রাজের মৃত্যুর পর মন্দিরা (Mandira Bedi) যাতে মন শক্ত করেন, সেই আশাও প্রকাশ করেন 'পরদেশ গার্ল'।