লতা মঙ্গেশকর (Photo Credits: PTI)

মুম্বই, ৩০ এপ্রিল: ইরফান খানের (Irfan Khan) মৃত্যু! মেনে নিতে পারেনি বলিউড। শোকের ছায়া নেমেছিল বি-টাউনে। ২৪ ঘণ্টা পেরোতে না পেরোতেই আরও একটি দু:সংবাদ। মুম্বইয়ের (Mumbai) একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হল অভিনেতা ঋষি কাপুরের। অভিনেতার মৃত্যুতে থমকে গেছে ইন্ডাস্ট্রি। টুইটারে শুধুই শোকের ছায়া। বুধবার রাতে ভর্তি হয়েছিলেন হাসপাতালে। রাত পেরোতে না পেরোতেই শেষ নিশ্বাস ত্যাগ করেন ঋষি কাপুর। অভিনেতার মৃত্যুতে ভাষা হারিয়েছেন গায়িকা লতা মঙ্গেশকর (Lata Mangeshkar)। আরও পড়ুন: Rishi Kapoor Dies: প্রয়াত ঋষি কাপুর, অমিতাভের টুইটে এল দুঃসংবাদ 

টুইটারে কলম তুললেন লতা মঙ্গেশকর। তিনি লেখেন, 'কী বলব, কী লিখব। কিছু বুঝতে পারছি না। ঋষি কাপুরের মৃত্যুতে আমি গভীরভাবে মর্মাহত। ওনার মৃত্যুতে ফিল্ম ইন্ডাস্ট্রিতে বড়সড় ক্ষতি হয়ে গেল। এই ঘটনা আমার পক্ষে মেনে নেওয়া খুব কঠিন। ওনার আত্মার শান্তি কামনা করি।'

বুধবার রাতে শ্বাসকষ্ট নিয়ে মু্ম্বইয়ের এসএন রিলায়েন্স হাসপাতালে ভর্তি হন এই প্রবীণ অভিনেতা। বৃহস্পতিবার ৯টা বেজে ২২ মিনিট নাগাদ টুইট করে ঋষি কাপুরের মৃত্যু সংবাদ দিলেন বলিউড শাহেনশা অমিতাভ বচ্চন। তিনি লিখেছেন, “টি থ্রি ফাইভ ওয়ান সেভন তিনি চলে গেলেন। এই মাত্র প্রয়াত ঋষি কাপুর। ধ্বংস হয়ে গেলাম।”