KK Dies: 'কলকাতা কিলড কেকে', সিবিআই তদন্ত চেয়ে ফুঁসে উঠলেন ওম পুরীর প্রাক্তন স্ত্রী নন্দিতা
KK, Nandita Puri (Photo Credit: Instagram, Facebook)

মুম্বই, ২ জুন:  কেকের মৃত্যু নিয়ে উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে। মঙ্গলবার কলকাতায় অনুষ্ঠানের পরপরই অসুস্থ হয়ে পড়েন কেকে। অনুষ্ঠানের পর ধর্মতলায় হোটেলে ফিরে বমি করেন কেকে (KK)। এরপর কেকে-কে হাসপাতালে ভর্তি করা হলে, চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। কেকে-র মৃত্যু নিয়ে যখন একাধিক প্রশ্ন উঠতে শুরু করে, সেই সময় ওম পুরীর প্রাক্তন স্ত্রী নন্দিতা (Nandita Puri) বিস্ফোরক দাবি করলেন।

নিজের সোশ্যাল হ্যান্ডেলে নন্দিতা কলকাতার (Kolkata) বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন। তিনি অভিযোগ করেন, পশ্চিমবঙ্গের লজ্জা হওয়া উচিত। কেকে-র খুনি কলকাতা অথচ গায়কের মৃত্যুর পর তাঁকে গান স্যালুট দিয়ে সম্মান জানানো হচ্ছে। এরপরই নন্দিতার তোপ, নজরুল মঞ্চে যেখানে আড়াই হাজার মানুষের বসার জায়গা, সেখানে কীভাবে ৭ হাজার মানুষ হাজির হলেন, তা নিয়ে প্রশ্ন তোলেন নন্দিতা। সেই সঙ্গে অনুষ্ঠান চলাকালীন কেন এসি বন্ধ করে দেওয়া হয়, তা নিয়েও প্রশ্ন তোলেন অভিনেত্রী।

আরও পড়ুন:  Jammu And Kashmir: শিক্ষিকার পর এবার ব্যাঙ্ক ম্যানেজারকে লক্ষ্য করে গুলি চালাল জঙ্গিরা, উত্তেজনা কুলগামে

শুধু তাই নয়, কেকে-র মৃত্যুতে সিবিআই তদন্তের দাবি করেন নন্দিতা। পাশাপাশি সিবিআই তদন্ত না হওয়া পর্যন্ত কোনও গায়ক, গায়িকা যাতে পশ্চিমবঙ্গে অনুষ্ঠান করতে না আসেন, তেমন দাবিও করেন ওম পুরীর প্রাক্তন স্ত্রী।