মুম্বই, ১৭ মেঃ গত ১৩ মে ধুলো ঝড় এবং বৃষ্টির তাণ্ডবে লণ্ডভণ্ড অবস্থা হয়েছিল বাণিজ্য নগরীর। কয়েক ঘণ্টার ঝড় বৃষ্টিতে ভেঙে পড়েছিল বিশাল বিশাল গাছ, বিদ্যুতের খুঁটি। নজিরবিহীন ভাবে আছড়ে পড়েছিল মুম্বইয়ের (Mumbai) ঘাটকোপার এলাকার এক বৃহদাকার ধাতব বিজ্ঞাপনের বোর্ড (বিলবোর্ড)। যার নীচে চাপা করে অন্ততপক্ষে ১৬ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। জানা যাচ্ছে, সেদিন ঘাটকোপারে বিলবোর্ড ভেঙে পড়ে মৃত্যু হয়েছে বলি অভিনেতা কার্তিক আরিয়ানের (Kartik Aaryan) ঘনিষ্ঠ আত্মীয়ের। মৃত ১৬ জনের মধ্যেই রয়েছে ওই দম্পতি।
এক সংবাদমাধ্যম সূত্রে খবর, অবসরপ্রাপ্ত এয়ার ট্রাফিক কন্ট্রোল (এটিসি) জেনারেল ম্যানেজার মনোজ চান্সোরিয়া (৬০) এবং তার স্ত্রী অনিতার (৫৯) প্রাণ গিয়েছে মুম্বইয়ের বিলবোর্ড দুর্ঘটনার। মৃত দম্পতি অভিনেতার আত্মীয় বলে জানা গিয়েছে। বৃহস্পতিবার মনোজ এবং সুনিতার শেষকৃত্যের আয়োজন করা হয়েছিল। শেষকৃত্যের অনুষ্ঠান অংশ নিয়েছিলেন কার্তিক।
জানা যাচ্ছে, ঘটনার দিন মধ্যপ্রদেশে নিজেদের বাড়ি যাওয়ার পথে বিলবোর্ডের পাশে যে পেট্রোল পাম্পটি রয়েছে সেখান থেকে পেট্রোল ভরানোর জন্যে গাড়ি দাঁড় করান মনোজ। আচমকা শুরু হয় ধুলো ঝড়। সেই সঙ্গে পাল্লা নিয়ে নামে বৃষ্টি। এমন সময়ে হুড়মুড় করে আছড়ে ভেঙে পড়ে ওই বিশালাকার ধাতব বিজ্ঞাপনের বোর্ডটি। বিলবোর্ডের নীচে পিষে মৃত্যু হয়েছে অভিনেতার আত্মীয় ওই দম্পতি সহ মত ১৬ জনের। আহত হয়েছেন প্রায় ৮০ জন।
বিলবোর্ড ভেঙে পড়ার দৃশ্য...
View this post on Instagram
এই ঘটনায় ওই বিলবোর্ডের মালিককে গ্রেফতার করেছে মুম্বই পুলিশ (Mumbai Police))। ঘটনার পর থেকেই বিপদ বুঝে গা ঢাকা দিয়েছিলেন ভাবেশ ভিড়ে। বৃহস্পতিবার উদয়পুর থেকে গ্রেফতার হন তিনি। ভাবেশের বিরুদ্ধে অভিযোগ, ঘাটকোপারের ওই এলাকায় বিশাল বিলবোর্ডটি বেআইনিভাবে লাগিয়েছিলেন তিনি। আর সেই কারণেই তা ভেঙে পড়ে। এছাড়া অভিযুক্তের বিরুধে ধর্ষণের অভিযোগ সহ মোট ২৩টি মামলা চলছে বলেও খবর। শুক্রবার সকালেই রাজস্থান থেকে মুম্বই নিয়ে আসা হয়েছে অভিযুক্ত ভাবেশকে।