করিনা কাপুর খান, ছবি ইনস্টাগ্রাম

মুম্বই, ৩১ জুলাই: সইফ আলি খান (Saif Ali Khan) যখন জিমে ঘাম ঝরাচ্ছেন, সেই সময় টুক করে সেলফি তুলে নিলেন করিনা কাপুর খান (Kareena Kapoor Khan)। নাম দিলেন 'পাউট ব্রেক'।  নিজের ইনস্টাগ্রামের (Instagram) স্টোরিতে সেই ছবি সেয়ার করেন করিনা। সেই সঙ্গে বলেন, সইফ যখন জিমে ঘাম ঝরাচ্ছেন, েসই সময় চটপট পাউট ব্রেক নিয়ে নেন তিনি। করিনার সেই ছবি প্রকাশ্যে আসতেই তা ভাইরাল হয়ে যায়।

দেখুন...

সম্প্রতি নিজের অন্তঃসত্ত্বাকালীন সময়ের পথচলা নিয়ে একটি বই বের করেন করিনা কাপুর খান। যেখানে তৈমুরের (Taimur Ali Khan) জন্ম থেকে জেহ আলি খানের (Jeh) জন্মের সময়ের অভিজ্ঞতা শেয়ার করেন বেবো। 'প্রেগনেন্সি বাইবেল' নাম দিয়ে ওই বই প্রকাশ্যে আসেতই তা নিয়ে শুরু হয়ে যায় একপ্রস্থ বিতর্ক।

আরও পড়ুন: Manoj Bajpayee: 'নিম্ন রুচির মানুষ', সুনীল পালের কটাক্ষে হেসে 'খুন' মনোজ বাজপায়ী

করিনার বইয়ের নাম 'প্রেগনেন্সি বাইবেল' পালটে দিতে হবে। বাইবেল নাম দিয়ে খ্রিস্টানদের ধর্মীয় বিশ্বাসে আঘাত করা হয়েছে বলে অভিযোগ করা হয় বেশ কয়েকটি ধর্মীয় সংগঠনের তরফে।