মুম্বই, ৯ মে: তাঁর জীবনে আশার আলো যুগিয়ে যাচ্ছে খুদে দুই প্রাণ। আগামীতে বেঁচে থাকার রসদও তাঁকে যোগাচ্ছে এই দুজন। মা দিবসে (Mother’s Day) দুই সন্তানের ছবি প্রকাশ করে যেন আবেগঘন হয়ে পড়েন করিনা কাপুর খান (Kareena Kapoor Khan)।
নিজের ইনস্টাগ্রাম (Instagram) হ্যান্ডেলে রবিবার একটি ছবি শেয়ার করেন করিনা। যেখানে ছোট ভাইকে কোলে নিয়ে বসে থাকতে দেখা যয়া তৈমুরকে (Taimur Ali Khan)। এর আগে দুবার কনিষ্ঠ সন্তানের ছবি প্রকাশ করলেও, তার মুখ দেখাননি করিনা। এবারও তৈমুরের কোলে দ্বিতীয় সন্তানের ছবি শেয়ার করলেও, মুখ ঠিকভাবে প্রকাশ করেননি বেবো।
View this post on Instagram
তবে তৈমুরের সঙ্গে তার ভাইয়ের ছবি প্রকাশ্যে আসতেই, করিনাকে ভালবাসা জানান তাঁর অসংখ্য অনুরাগী। সেই সঙ্গে করিশ্মা কাপুর, অনুষ্কা শর্মা (Anushka Sharma), রিদ্ধিমা কাপুর, পুনম দামানিয়ারা প্রত্যেকে বেবোর দুই সন্তানকে ভালবাসা জানাতে শুরু করেন।
আরও পড়ুন: Rahul Gandh: 'শহরের পর গ্রামগুলিও ঈশ্বরের ভরসায়', করোনা নিয়ে মোদী সরকারকে কটাক্ষ রাহুলের
মাতৃ দিবসে দুই সন্তানের পাশাপাশি মা ববিতা কাপুর এবং শাশুড়ি মা শর্মিলা ঠাকুরের (Sharmila Tagore) সঙ্গেও নিজের ছবি প্রকাশ করেন আবেগঘন বার্তা দেন করিনা কাপুর খান।