Alia Bhatt, Karan Johar (Photo Credit: Instagram)

মুম্বই, ৬ জুলাই:   মা হচ্ছেন আলিয়া ভাট (Alia Bhatt)। আলিয়ার অন্তঃসত্ত্বা হওয়ার খবরে যখন গোটা বি টাউন জুড়ে চর্চা শুরু হয়েছে, সেই সময় মুখ খুললেন করণ জোহর (Karan Johar)। বলিউডের (Bollywood) প্রথম সারির পরিচালক বলেন, তিনি যখন নিজের অফিসে বসেছিলেন তখন আলিয়া হাজির হয়ে সুখবর দেন। যা শুনে তিনি প্রায় কেঁদে ফেলেছিলেন। আলিয়ার কথা শুনে মনে হয়, তাঁর সন্তান এবার মা হতে চলেছে। বলিউড অভিনেত্রীর মা হওয়ার খবরে যেন আপ্লুত করণ জোহর।

প্রসঙ্গত করণ জোহরের 'স্টুডেন্ট অফ দ্য ইয়ার' দিয়ে বলিউডে পা রাখেন আলিয়া ভাট। মহেশ ভাট কন্যাকে কার্যত নিজের মেয়ের মত করেই বড় করে তুলেছেন করণ জোহর। তাই আলিয়া ভাটের সুখবরে নিজেকে ধরে রাখতে পারেননি। কার্যত হু হু করে কেঁদে ফেলেন করণ।

আরও পড়ুন:  Kaali: 'মহুয়াকে বহিষ্কার বা বরখাস্ত করুক তৃণমূল', 'কালী' বিতর্কে দাবি বিজেপির সুকান্তর

চলতি বছরের এপ্রিল মাসে বিয়ে হয় রণবীর কাপুর, আলিয়া ভাটের। বিয়ের পর ২ মাসের মধ্যেই সুখবর দেন 'রণলিয়া'।