মুম্বই, ১২ সেপ্টেম্বর: 'ব্রক্ষ্মাস্ত্র' কি বলিউডের (Bollywood) বয়কটের খরা কাটাতে পারবে? পরিচালক অয়ন মুখোপাধ্যায়ের সিনেমা মুক্তির আগে থেকে এমন প্রশ্ন উঠতে শুরু করে। শুক্রবার ব্রক্ষ্মাস্ত্র মুক্তির পর তা এই মুহূর্তে ২৫০ কোটি রোজগার করেছে বলে খবর। যে রিপোর্ট প্রকাশ্যে আসতেই তোপ দাগেন কঙ্গনা রানাউত।
নিজের সোশ্যাল হ্যান্ডেলে কঙ্গনা অভিযোগ করেন, ব্রক্ষ্মাস্ত্র (Brahmashtra) মুক্তির পর যে ব্যবসা করছে, করণ জোহরের মত 'মুভি মাফিয়া' সেই নম্বর পালটে দিচ্ছেন। মুভি মাফিয়ার হিসেব অনুযায়ী, ব্রক্ষ্মাস্ত্রের ব্যবসার অঙ্ক অনেক বেশি করে প্রকাশ করা হচ্ছে বলে অভিযোগ করেন কঙ্গনা রানাউত। করণ জোহরের সাক্ষাৎকার তিনি করতে চান। ব্রক্ষ্মাস্ত্রের গ্রস কালেকশনের সঙ্গে নিট কালেকশনের তফাৎ করা হচ্ছে বলে প্রশ্ন তোলেন কঙ্গনা। ব্রক্ষ্মাস্ত্রের আয় কীভাবে পরপর ৩ দিনে কোটির অঙ্কে পৌঁছে গিয়েছে বলে প্রশ্ন তোলেন কঙ্গনা রানাউত (Kangana Ranaut)।
ব্রক্ষ্মাস্ত্র মুক্তির পরপরই কীভাবে অয়ন মুখোপাধ্যায়ের এই ছবি ২৫০ কোটির ব্যবসা করল, সেই তথ্য নিয়ে কটাক্ষ করেন কঙ্গনা রানাউত।