“কন্যাদান” নিয়ে আলিয়া ভাটকে (Alia Bhatt) একহাত নিলেন কঙ্গনা রানাউত (Kangana Ranaut)৷ সম্প্রতি একটি গয়নার বিজ্ঞাপনে “কন্যাদান” (Kanyadaan) রীতি নিয়েই প্রশ্ন তুলে দিয়েছেন জয়ললিতার বায়োপিক “থালাইভি”-র অভিনেত্রী কঙ্গনা রানাউত৷ গয়নার বিজ্ঞাপনে কনের সাজে দেখা যাচ্ছে আলিয়াকে৷ “কন্যাদান”-এর সময় অন্যের হাতে সালঙ্করা মেয়েকে তুলে দেওয়া হয় বলে মেয়েকে “পরায়া ধন” বলা হচ্ছে, এনিয়েই তাঁর প্রশ্ন৷ সেই বাণিজ্যিক বিজ্ঞাপনের একদম শেষে এসে বধূরূপী আলিয়াকে বলতে শোনা যায়, “কন্যাদান নয়, কন্যামান- উপহার হিসেবে মেয়েকে দূর করে দেবেন না৷ তাকে সম্মান করুন৷” আরও পড়ুন- Bengaluru Shocker: আত্মহননের আগে নাবালিকা কন্যাদের ফাঁসি দেওয়ার চেষ্টা অবসাদগ্রস্ত গৃহবধূর, মৃত ১
এরপরেই ইনস্টাগ্রাম প্রোফাইলে আলিয়া ভাটের করা বিজ্ঞাপনের বিরুদ্ধে কড়া পোস্ট করেন কঙ্গনা৷ সেখানে তিনি হিন্দু সংস্কৃতিতে “কন্যাদান” গুরুত্ব এবং ইতিহাস তুলে ধরেন৷ এবং সংশ্লিষ্ট গয়নার ব্র্যান্ডকে “হিন্দুবিরোধী প্রচারক” হিসেবে দাগিয়ে দেন৷ এবং নিজের অনুরাগীদের সংশ্লিষ্ট ব্র্যান্ডের ওই বিজ্ঞাপনটিকে বয়কট করার পরামর্শও দেন অভিনেত্রী৷
পড়ুন কঙ্গনার পোস্ট
View this post on Instagram
View this post on Instagram
ক্যাপশন কঙ্গনা লেখেন, “সব ব্র্যান্ডের কাছে বিনীত অনুরোধ ... ধর্ম, সংখ্যালঘু, সংখ্যাগরিষ্ঠ রাজনীতি ব্যবহার করে জিনিস বিক্রি করবেন না ... চতুর বিভাজনমূলক ধারণা এবং বিজ্ঞাপনের মাধ্যমে নিরীহ ভোক্তাদের সঙ্গে কারচুপি বন্ধ করুন৷” আর একটি পোস্টে হিন্দু বিয়ের পরম্পরা নিয়েও তিনি ক্যাপশনে লেখেন, “সবথেকে সহনশীল ধর্ম বলে, হিন্দু ধর্মকে অবজ্ঞা ও নিন্দায় উৎসাহী হয়ে কীটপতঙ্গের ভূমিকা নেবেন না৷”