Aryan khan, Juhi Chawla (Photo Credit: Instagram)

মুম্বই, ২৯ অক্টোবর: আরিয়ান খানের (Aryan Khan) জামিনদার হলেন জুহি চাওলা। ১ লক্ষের বন্ডে স্বাক্ষর করে শাহরুখ (Shah Rukh Khan) পুত্রের জামিনদার হন জুহি (Juhi Chawla)। শুক্রবার সমস্ত নিয়ম মেনে ছেলেকে নিয়ে বাড়ি ফিরতে মুম্বইয়ের আর্থার রোড জেলে হাজির হন শাহরুখ খান। ফলে শুক্রবার শাহরুখের সঙ্গে ছিলেন জুহি চাওলা এবং আইনজীবী সতীশ মানশিন্ডে (Satish Manshinde)।

সতীশ মানশিন্ডে জানান, আরিয়ানকে জন্মলগ্ন থেকে চেনেন, জানেন জুহি চাওলা। ফলে আরিয়ানের জামিনদার হয়ে অভিনেত্রী আজ আর্থার রোড জেলে হাজির হন। পাশাপাশি শাহরুখের সঙ্গে জুহির ব্যবসায়িক যোগ রয়েছে। সেই কারণে আজ অভিনেত্রী শাহরুখের সঙ্গে আর্থার রোড জেলে হাজির হন।

 

আরও পড়ুন: Puneeth Rajkumar: প্রয়াত কন্নড় সুপারস্টার পুনীত রাজকুমার, নিরাপত্তার মোড়কে বেঙ্গালুরু, শোকে বিহ্বল অনুরাগীরা

শুক্রবার বম্বে হাইকোর্টের তরফে আরিয়ান খানের জামিন মঞ্জুর করা হয়। আরিয়ানের সঙ্গে জামিন পান তাঁর বন্ধু মুনমুন ধমেচা এবং আরবাজ শেঠ মার্চন্টও।