আহমেদাবাদ, ২২ মে: আহমেদাবাদের কে ডি হাসপাতালে ভর্তি শাহরুখ খান (Shah Rukh Khan)। প্রচণ্ড গরমে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন কিং খান। মঙ্গলবার রাতেই কে ডি হাসপাতালে ভর্তি করা হয় শাহরুখকে। যে খবর প্রকাশ্যে আসতেই, তা নিয়ে কিং খানের অসংখ্য অনুরাগীর কপালে চিন্তার ভাঁজ পড়তে শুরু করে। শাহরুখ খান যখন কে ডি হাসপাতালে ভর্তি, বুধবার তাঁকে দেখতে হাসপাতালে যান জুহি চাওলা (Juhi Chawla) এবং তাঁর স্বামী জয় মেহতা। কে ডি হাসপাতালে শাহরুখ খানের সঙ্গে সাক্ষাৎ করে বুধবার সন্ধেয় হাসপাতাল থেকে বেরিয়ে আসতে দেখা যায় জুহি চাওলা এবং জয় মেহতাকে।
আরও পড়ুন: Shah Rukh Khan: প্রচণ্ড গরমে অসুস্থ শাহরুখ খান, ভর্তি হাসপাতালে
দেখুন ভিডিয়ো...
#WATCH | Gujarat: Actor Juhi Chawla and her husband Jay Mehta leave from KD Hospital, in Ahmedabad.
Actor Shah Rukh Khan has been admitted to the hospital. Details awaited. pic.twitter.com/osyGyAmwp2
— ANI (@ANI) May 22, 2024
বুধবার আইপিএলের ফাইনাল ম্যাচ উপলক্ষ্যে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে হাজির হন শাহরুখ খান। কেকেআর আইপিএল জেতার পর শাহরুখ দলের সঙ্গে ছিলেন। প্রচণ্ড গরমে এরপর অসুস্থবোধ করায় আহমেদাবাদের কে ডি হাসপাতালে কিং খানকে ভর্তি করানো হয় বলে জানা যায়। বুধবার রাতে শাহরুখকে হাসপাতালে ভর্তি করানোর খবর প্রকাশ্যে আসতেই, তাঁর অসংখ্য অনুরাগীর কপালে চিন্তার ভাঁজ পড়তে শুরু করে।