Janhvi Kapoor Tested Covid-19 Positive: করোনার থাবা, একযোগে আক্রান্ত জাহ্নবী-খুশি
Jhanvi Kapoor, Khushi Kapoor With Boney Kapoor (Photo Credit: Instagram)

মুম্বই, ১১ জানুয়ারি: করোনাভাইরাসে আক্রান্ত হন দুই বোন একসঙ্গে। গত ৩ জানুয়ারি একযোগে তিনি এবং খুশি করোনায় (Coronavirus) আক্রান্ত হন বলে জানান জাহ্নবী কাপুর। তবে আপাতত তাঁরা ভাল আছেন। এমনই জানালেন বলিউড ( Bollywood) অভিনেত্রী। নিজের সোশ্যাল হ্যান্ডেলের মাধ্যমে অনুরাগীদের কাছে করোনায় আক্রান্ত হওয়ার খবর প্রকাশ করেন শ্রীদেবী-কন্যা। তাঁরা দুজন একসঙ্গে কোভিডে আক্রান্ত হলে, অসুস্থতার প্রথম দুদিন বেশ কঠিন ছিল। এমনই জানান জাহ্নবী কাপুর (Janhvi Kapoor)।

বিএমসির দেওয়া নিভৃতবাসের সময়সীমা তিনি এবং খুশি শেষ করেছেন। টেস্টও করিয়ে নিয়েছেন। তাঁরা দুই বোনই নেগেটিভ বলে জানান জাহ্নবী।

আরও পড়ুন: Gangasagar Mela: কী কী নিয়ম মানলে তবেই গঙ্গাসাগর মেলায় প্রবেশ করতে পারবেন, জানাল কলকাতা হাইকোর্ট

সম্প্রতি অর্জুন কাপুর (Arjun Kapoor) এবং তাঁর বোন অংশুলা কাপুর কোভিডে আক্রান্ত বলে জানা যায়। অনিল কাপুর এবং বনি কাপুর নেগেটিভ বলে জানা গেলেও, জাহ্নবী এবং খুশি কেমন আছেন, সে বিষয়ে কিছু জানা যায়নি। এবার নিজেই কোভিডের গ্রাসের কথা জানালেন জাহ্নবী কাপুর।