Shah Rukh Khan and Gauri at IPL 2024 Final (Photo Credits: X)

১২ বছর আগে চেন্নাইয়ের চিপকে প্রথমবার আইপিএল চ্যাম্পিয়ান হয়েছিল কলকাতা নাইট রাইডার্স (KKR)। রবিবার সন্ধ্যা ইতিহাসের পুনরাবৃত্তি ঘটল। ৮ উইকেটে হায়দরাবাদকে (SRH) ধরাশায়ী করে কলকাতার ঘরে এল ট্রফি। এদিন সপরিবারে নিজের দলকে উৎসাহ জোগাতে পৌঁছে গিয়েছিলেন শাহরুখ খান (Shah Rukh Khan)। গত মঙ্গলবারই প্রথম প্লে অফের ম্যাচ দেখতে গিয়ে গুজরাটের প্রচণ্ড গরমে হিট স্ট্রোকে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল অভিনেতাকে। তবে রবিবার চিপকের মাঠে নাইটের জয়ে বাদশার বাঁধ ভাঙা উচ্ছ্বাস দেখে বোঝার উপায় নেই তিনি সদ্য হাসপাতাল থেকে ফিরেছেন। কেকেআর (KKR) জয়ের পর ময়দানের একাধিক ভিডিয়ো ছড়িয়েছে সোশ্যাল মিডিয়া জুড়ে। কোথাও দেখা যাচ্ছে, নাইটদের কাছে হায়দাবাদ পরাজিত হতেই আপ্লূত শাহরুখ গৌরীকে (Gauri Khan) জড়িয়ে ধরে কপালে চুম্মুন এঁকে দিলেন। আবার কোথাও দেখা গিয়েছে, কেকেআর-এর জয়ের পর মেয়ে সুহানা খান (Suhana Khan) দুচোখ ভরা আনন্দাশ্রু নিয়ে বাবা শাহরুখকে জড়িয়ে ধরলেন। মাঠে নেমে সকলের সঙ্গে উচ্ছ্বাস ভাগ করে নিয়েছেন অভিনেতা। টিমের সকল সদস্যকে জড়িয়ে ধরলেন। কোচ গৌতম গম্ভীরের কপালেও এঁকে দিলেন স্নেহের চুম্বন। তবে টুকরো টুকরো এই আনন্দের মুহূর্তের মাঝে আরও একটি ভিডিয়ো নজর কেড়েছে নেটবাসীর। এদিন চিপকের মাঠে গৌরীর প্রতি মুহূর্তে শাহরুখকে আগলে রাখার ভিডিয়ো।

শাহরুখকে আগলে গৌরী... 

অসুস্থতা কাটিয়ে সদ্য হাসপাতাল থেকে ফিরেছেন অভিনেতা। তাই বাড়তি কিছু সতর্কতা অবলম্বন করতে হচ্ছে তাঁকে। তার মধ্যেই অন্যতম হল মাস্ক। এদিন স্টেডিয়ামে এখনও ধমক দিয়ে শাহরুখকে মাস্ক পরতে বললেন গৌরী। তো আবার কখনও সামনে দাঁড়িয়ে মাস্ক পরালেন। নাইটদের জয়ের খুশির মাঝেও প্রতি মুহূর্তে শাহরুখকে আগলে রাখতেই ব্যস্ত ছিলেন স্ত্রী গৌরী খান। শাহরুখ-গৌরীর সম্পর্কের রসায়ন যেন আবার নতুন করে মন ছুঁয়ে গেল ভক্তকুলের।