মুম্বই, ২৮ ডিসেম্বরঃ ‘হেরা ফেরি’র (Hera Pheri) তৃতীয় সিকুয়্যাল ঘোষণা হওয়ার পর থেকেই ছবি ঘিরে চর্চা তুঙ্গে। কখনও জানা যাচ্ছে, পরিচালকের সঙ্গে মতভেদ হওয়ার জেরে ‘হেরা ফেরি ৩’ (Hera Pheri 3) থেকে অক্ষয় কুমার (Akshay Kumar) সরে দাঁড়িয়েছেন। অক্ষয়ের পরিবর্তে হেরা ফেরিতে ‘রাজু’ হবেন কার্তিক আরিয়ান (Kartik Aaryan)। তো আবার কখনও শোনা যাচ্ছে, কার্তিককে বাদ দেওয়া হয়েছে হেরা ফেরি’ ফ্রাঞ্চাইজি থেকে। অক্ষয় কুমারকেই দেখা যাবে ছবিতে। কার্তিক নাকি অক্ষয় জল্পনা চলছিল অনেক দিন থেকেই। বড়দিনে বরের ঠোঁটে ঠোঁট ডোবালেন ব্রিটনি স্পিয়ার্স, নেটপাড়ায় দম্পতির ঘনিষ্ঠ মুহূর্ত
তবে এবার জল্পনার মেঘ কাটলেন স্বয়ং পরিচালক। ‘হেরা ফেরি থ্রি’ (Hera Pheri 3) পরিচালক অনীশ বাজমী (Anees Bazmee) জানালেন, তিনি এখনও ছবি জন্যে কোন তারকাকেই স্বাক্ষর করাননি। বাছাই প্রক্রিয়া চলছে। পরিচালকের কথায়, ‘যতক্ষণ না স্বাক্ষর প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে ততক্ষণের এই বিতর্ক চলতে থাকবে’।
অন্যদিকে দিন কয়েক আগেই ছবির অন্যতম চরিত্র 'বাবু ভাইয়া' (Paresh Rawal) নিশ্চিত করেছিলেন, ‘হেরা ফেরি ৩’ তে কার্তিক আরিয়ান রয়েছেন। কার্তিক রয়েছেন কিনা এই ছবিতে তা নিয়ে টুইটারে একাধিক প্রশ্নের সম্মুখীন হচ্ছিলেন বর্ষীয়ান অভিনেতা পরেশ রাওয়াল। বাধ্য হয়ে নিজেই টুইট করে শান্ত করেছিলেন ভক্তদের। জানিয়েছিলেন, হেরা ফেরি ৩-এ রয়েছেন কার্তিক। বাইকে চেপে করণ-তেজস্বীর তুখর রোমান্স, মুহূর্তে ভাইরাল দৃশ্য
তবে বলিউডের দু তিন ধরেই গুঞ্জন শোনা যাচ্ছিল, অক্ষয় কুমারের সঙ্গে পরিচালকের মনোমালিন্য মিটে গিয়েছে। ছবিতে ফিরে আসছেন ‘খিলাড়ী’। আর ‘হেরা ফেরি থ্রি’তে অক্ষয়ের ফিরে আসায় কার্তিক আরিয়ানকে বাদ দেওয়া হয়েছে। অক্ষয় নাকি কার্তিক! গুঞ্জনের মাঝেই পরিচালক জানালেন, এখনও ছবির কাস্ট নির্ধারিত হয়নি।