Akshay Kumar Reacts to Paresh Rawal Being Called Foolish (Photo Credits: X)

মুম্বই, ২৭ মেঃ পরেশ রাওয়াল 'হেরা ফেরি থ্রি' (Hera Pheri 3) ছেড়ে বেরিয়ে যাওয়ার কথা ঘোষণা করতেই ছবির ভবিষ্যৎ অনিশ্চয়তার অন্ধকারে ডুবেছে। অক্ষয় কুমার (Aksahy Kumar) এবং পরেশ রাওয়ালের (Paresh Rawal) মধ্যে আইনি নোটিসের চালাচালি হয়েছে। এরই মাঝে মঙ্গলবার মুক্তি পেয়েছে অক্ষয়ের 'হাউসফুল ৫'এর (Housefull 5) ট্রেলার। এদিন ছবির ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে হাজির হয়েছিলেন সকল তারকারা। এক সাংবাদিক আক্কিকে প্রশ্ন করেন, 'হেরা ফেরি থ্রি' থেকে পরেশ রাওয়ালের বেরিয়ে যাওয়ার সিদ্ধান্তকে ভক্তরা বোকামো বলছেন, তা নিয়ে অভিনেতার কী মত? ছবি নিয়ে যতই ভিন্নমত থাকুক না কেন প্রবীণ সহ-অভিনেতার উদ্দেশ্যে 'বোমা' মন্তব্য মেনে নিলেন না খিলাড়ি।

আরও পড়ুনঃ হেরা ফেরি ৩ ছাড়ার জন্যে পরেশ রাওয়ালকে ২৫ কোটির নোটিস ধরিয়েছেন অক্ষয়, নীরবতা ভেঙে জবাব বাবুভাইয়ার

সাংবাদিকের প্রশ্ন শোনা মাত্রই অক্ষয় বললেন, একজন সহ-অভিনেতার উদ্দেশ্যে এই ধরণের কোন মন্তব্য শোনা তিনি একদমই পছন্দ করবেন না। এমন মন্তব্য একেবারেই সঠিক নয়। খিলাড়ি আরও বলেন, '৩০-৩২ বছর ধরে ওনার সঙ্গে আমি কাজ করছি। আমরা ভালো বন্ধু। তিনি একজন দুর্দান্ত অভিনেতা। আমি তাঁর কাজ খুবই পছন্দ করি। কিন্তু যা কিছুই ঘটেছে তা আদালত পর্যন্ত পৌঁছেছে। তাই সেই বিষয়ে কথা বলার জন্যে এটা যোগ্য মঞ্চ নয়'।

 বাবুভাইয়াকে বোকা বলায় ফুঁসে উঠলেন অক্ষয়ঃ

 

View this post on Instagram

 

A post shared by Viral Bhayani (@viralbhayani)

হেরা ফেরি ৩ থেকে বেরিয়ে যাওয়ার জন্যে অক্ষয় কুমার আইনি নোটিস পাঠান পরেশ রাওয়ালকে। ছবি স্বাক্ষর করেও তা ছেড়ে দেওয়ার জন্যে ক্ষতিপূরণ বাবদ ২৫ কোটি টাকা প্রবীণ অভিনেতার থেকে দাবি করে ওই নোটিস পাঠিয়েছেন খিলাড়ি। তবে আইনি নোটিসের জবাবও আইনি পথেই দিয়েছেন পরেশ। সম্প্রতি বাবুভাইয়া সেই কথা প্রকাশ করেছেন।