মুম্বই, ২৫ মেঃ হেরা-ফেরি-র (Hera Pheri) ত্রয়ীর জুটি ভেঙে দিয়ে ছবি থেকে বেরিয়ে গিয়েছেন অভিনেতা পরেশ রাওয়াল (Paresh Rawal)। অনিশ্চিত ছবির ভবিষ্যৎ। 'হেরা ফেরি ৩'-র (Hera Pheri 3) জন্যে স্বাক্ষর করেও ছবি থেকে বেরিয়ে গিয়েছেন প্রবীণ অভিনেতা। এরপরেই পরেশ রাওয়ালের বিরুদ্ধে 'চরম অপেশাদার আচরণের' অভিযোগ তুলে তাঁকে আইনি নোটিস পাঠিয়েছেন অক্ষয় কুমার। ক্ষতিপূরণ হিসাবে ২৫ কোটি টাকা দাবিও করেছেন। অপেশাদারিত্বের অভিযোগ এবং আইনি নোটিস ঘিরে নানা বিতর্ক চললেও প্রাথমিকভাবে চুপ ছিলেন বর্ষীয়ান অভিনেতা। তবে অবশেষে নিজের নীরবতা ভাঙলেন। জানালেন অক্ষয়ের আইনি নোটিসের জবাব আইনি পথেই দিয়েছেন তিনি।
রবিবার সকালে এক্স হ্যান্ডেল থেকে পরেশ রাওয়াল লেখেন, 'আমার আইনজীবী, অমিত নায়েক, আমার বৈধ বরখাস্ত এবং প্রস্থান সম্পর্কে একটি উপযুক্ত প্রতিক্রিয়া পাঠিয়েছেন। আমার প্রতিক্রিয়া পড়ার পরে আসা করি সমস্ত বিতর্কের অবসান ঘটবে'।
আইনি নোটিসের জবাব আইনি পথেইঃ
My lawyer, Ameet Naik, has sent an appropriate response regarding my rightful termination and exit. Once they read my response all issues will be laid to rest.
— Paresh Rawal (@SirPareshRawal) May 25, 2025
সুনীল শেট্টি (Suniel Shetty) এবং পরেশ রাওয়াল (Paresh Rawal) হেরা ফেরি থ্রি (Hera Pheri 3) করতে সম্মত হওয়ার পর অক্ষয় কুমার ছবিটির ফ্র্যাঞ্চাইজি স্বত্ব কিনে নিয়েছিলেন। সেই মত প্রি প্রোডাকশনের কাজ শুরু হয়। তারকারা ছবির জন্যে স্বাক্ষর করেন। শুরু হয় প্রাথমিক কিছু শুটিংও। তারপরেই হঠাৎ পরেশ রাওয়াল ঘোষণা করেন, হেরা ফেরি ৩ থেকে বেরিয়ে যাচ্ছেন তিনি। অনিশ্চয়তার মধ্যে ফেলে দেন ছবির ভবিষ্যৎ। প্রবীণ অভিনেতার এই ঘোষণার পরেই ভেঙে পড়েন অক্ষয় (Akshay Kumar)। এরপরেই তিনি পরেশ রাওয়ালের বিরুদ্ধে আইনি পথ গ্রহণ করেন।