
মুম্বই, ২৩ মেঃ 'হেরা ফেরি ৩' (Hera Pheri 3) নিয়ে বিতর্ক অব্যাহত। হিন্দি সিনেমা জগতে কমেডি ঘরানার মধ্যে অন্যতম জনপ্রিয় ফ্রাঞ্চাইজি হল 'হেরা ফেরি'। তারই তৃতীয় ইনস্টলমেন্ট ঘোষণার পর থেকে বিতর্ক শুরু হয়েছে। সম্প্রতি ছবি থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন প্রবীণ অভিনেতা পরেশ রাওয়াল (Paresh Rawal)। হেরা ফেরি-তে পরেশ রাওয়ালের বাবু ভাইয়া চরিত্রটি হিন্দি বিনোদন জগতের কাল্ট ক্লাসিক এক চরিত্র। ছবিতে স্বাক্ষরের পরেও সেই চরিত্র থেকে পিছু হটেছেন পরেশ। এই ঘটনা নিয়ে এবার মুখ খুললেন পরিচালক প্রিয়দর্শন (Priyadarshan)। এক সংবাদমাধ্যমের সঙ্গে কথোপকথনে পরিচালক জানালেন, তারকারা প্রত্যেকেই ছবির জন্যে স্বাক্ষর করেছিলেন। সুনীল, অক্ষয় এবং পরেশ আইপিএল-এর একটি প্রোমোর শুটিংও করেন। তখনও সব ঠিকঠাক ছিল। কিন্তু তারপর হঠাৎ কী হল তা নিজেও বুঝে উঠতে পারছেন না পরিচালক।
রাজু, শ্যাম এবং বাবু ভাইয়া অক্ষয় কুমার, সুনীল শেট্টি এবং পরেশ রাওয়াল - বলিউডের তিন তারকা 'হেরা ফেরি ৩'র করতে সম্মত হওয়ার পর অক্ষয় ছবিটি ফ্র্যাঞ্চাইজি স্বত্ব কিনে নেন। এরপর প্রি প্রোডাকশনের কাজ শুরু হয়। তারকারা ছবির জন্যে স্বাক্ষর করেন। শুরু হয় প্রাথমিক কিছু শুটিংও। তারপরেই হঠাৎ পরেশ রাওয়াল ঘোষণা করেন, হেরা ফেরি ৩ থেকে বেরিয়ে যাচ্ছেন তিনি। প্রবীণ অভিনেতার এই ঘোষণার পরেই ভেঙে পড়েন অক্ষয় (Akshay Kumar)। তিনি পরিচালক প্রিয়দর্শনের কাছে দুঃখ করে বলেছেন, 'প্রিয়া, পরেশ আমাদের সঙ্গে কেন এমন করছে'। চোখের জল বাঁধ ভেঙেছিল আক্কির।
পরেশ রাওয়াল হেরা ফেরি-র সিক্যুয়াল থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা করতেই তাঁকে আইনি নোটিস পাঠান অক্ষয় কুমার (Akshay Kumar)। তাঁর বিরুদ্ধে 'চরম অপেশাদার আচরণের' অভিযোগ তুলে ২৫ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করেন। সেই প্রসঙ্গে তুলে পরিচালক প্রিয়দর্শন এদিন জানান, অক্ষয়কের টিমের পরেশ রাওয়ালের বিরুদ্ধে ২৫ কোটি টাকার মামলা করার সিদ্ধান্ত সম্পূর্ণরূপে ব্যবসায়িক। কারণ রাওয়াল সহ বাকি অভিনেতারদের সঙ্গে পরামর্শ করে তবেই ফ্র্যাঞ্চাইজির স্বত্ব কিনেছিলেন অক্ষয় কুমার। শেষ মুহূর্তে এসে রাওয়ালের পদত্যাগের সিদ্ধান্তের কারণে অভিনেতা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। তাঁর জেরেই এই আইনি নোটিস এবং ক্ষতিপূরণের দাবি।