ঋদ্ধিমা ও রণবীর কাপুর (Photo Credits: Instagram)

বলিউডের সুদর্শন নায়ক রণবীর কাপুরের (Ranbir Kapoor) আজ জন্মদিন। ইতিমধ্যেই “সঞ্জু” ছবির অভিনেতাকে জন্মদিনের শুভেচ্ছা বার্তায় ভরিয়ে দিয়েছেন অনুরাগীরা। সোশ্যাল মিডিয়া উপচে পড়েছে হ্যাপি বার্থ ডে মেসেজে। তবে জন্মদিন যখন তখন সবথেকে স্পেশ্যাল উইশটা আসে পরিবারের থেকেই। ২০২০-র ২৮ ডিসেম্বর ৩৮ বছরে পা দিলেন রণবীর কাপুর। দিদি ঋদ্ধিমা কাপুর সাহানি ইনস্টাগ্রাম পোস্টে বাই রণবীরকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন। সেই পোস্টে ঋদ্ধিমা পরিবারের প্রিজনদের সঙ্গে রণবীরের একের পর এক ছবি শেয়ার করেছেন। সেই ছবির মধ্যে আমরা আলিয়া ভাটকেও দেখতে পাচ্ছি। শুধু আলিয়াই নন, ছবিতে বাবা প্রয়াত ঋষি কাপুরকেও দেখা যাচ্ছে। রয়েছেন মা নীতু কাপুর, শাহিন ভাট, মেয়ে সামারা স্বামী ভরতকে নিয়ে ছবিত রয়েছেন ঋদ্ধিমা। আরও পড়ুন-Coronavirus Cases In India: ভারতে করোনার গ্রাসে ৬০ লাখেরও বেশি মানুষ, মারণ রোগে মৃত ৯৫ হাজার ৫৪২ জন

 

View this post on Instagram

 

Happiest bday AWESOMENESS! Love you so much ❤️ #babybrother ❤️ #38andfab

A post shared by Riddhima Kapoor Sahni (RKS) (@riddhimakapoorsahniofficial) on

এই ছবির কোলাজ ছাড়াও ছোট ভাই রণবীর কাপুরে জন্মদিনে বাবার উইশ করা ছবিও শেয়ার করেছেন তিনি। এ বছর বাবা নেই। তবে তাতে কী, তিনি তো ছেলেমেয়েদের সঙ্গেই আছেন। ভাইয়ের জন্মদিনে বাবা ঋষি কাপুর দূর থেকেই আশীর্বাদ করছেন। স্মৃতিমেদুর ছবি পোস্ট করে যেন সেকথাই বলতে চাইলেন ঋদ্ধিমা। বয়ফ্রেন্ড রণবীরের জন্মদিনে প্রেমিকা আলিয়া কীভাবে তাঁকে উইশ করেন, তা দেখার জন্যই আমরা মুখিয়ে আছি। বার্থডে বয়ের পরবর্তী সিনেমা পরিচালক অয়ন মুখার্জির “ব্রহ্মাস্ত্র”, সেখানে এক অনবদ্য চরিত্রে দেখা যাবে ঋষি তনয়কে।