Salman Khan (Photo Credit: Instagram)

মুম্বই, ২৭ জুন:  'ক্ষমা না চাইলে সলমন খানকে (Salman Khan) খুন করা হবে।' ১৯৯৮ সালে কৃষ্ণসার হরিণ শিকার করে সলমন খান বিষ্ণোই সম্প্রদায়ের মানুষের ভাবাবেগে আঘাত করেছেন। ফলে ১৯৯৮ সালের ঘটনায় সলমন যদি ক্ষমা না চান, তাহলে তাঁকে 'খুন' করা হবে। টেলিভিশনের এক সাক্ষাৎকারে এমনই দাবি করল কানাডায় বসবাসকারী গ্যাংস্টার গোল্ডি ব্রার। ইন্ডিয়া টুডের প্রতিবেদন অনুযায়ী, কানাডায় পালিয়ে যাওয়া গ্যাংস্টার গোল্ডি ব্রার দাবি করে, তারা পাঞ্জাবি গায়ক সিধু মুসেওয়ালাকে খুন করেছে। এবার ক্ষমা না চাইলে বলিউড অভিনেতা সলমন খানকেও 'খুন' করা হবে।

সম্প্রতি সলমন খানকে হুমকি দিয়ে একাধিক ফোন এবং চিঠি পাঠানো হয়। যার জেরে মুম্বই পুলিশের তরফে জোরদার করা হয় বলিউড অভিনেতার নিরাপত্তার মোড়ক। এমনকী সলমন খানের ব্যান্দ্রার বাড়ির সামনে কোনও অনুরাগী ভিড় জমাতে পারবেন না বলেও স্পষ্ট নির্দেশ দেওয়া হয় মুম্বই পুলিশের তরফে। যা নিয়ে শোরগোল শুরু হতেই এবার টেলিভিশনের সাক্ষাৎকারে গোল্ডি ব্রার জানায়, বাবা সাহেব (লরেন্স বিষ্ণোই) কোনওভাবেই সলমন খানকে ক্ষমা করবে না। সলমন যদি ১৯৯৮ সালের ঘটনার জেরে ক্ষমা চেয়ে নেন, তাহলেই একমাত্রা তাঁকে ক্ষমা করা হবে স্পষ্ট জানান গোল্ডি ব্রার।

তাদের নিশানায় সব সময় রয়েছেন সলমন খান। ফলে তারা সব সময় চেষ্টা চালিয়ে যাবে। অবশ্যই কোনও না কোনও তারা সফল হবে বলেও সলমন খানের বিরুদ্ধে সুর চড়াতে শোনা যায় গ্যাংস্টার গোল্ডি ব্রারকে।