মুম্বই, ১৭ অক্টাবর: অভিনেতা মিঠুন চক্রবর্তীর (Mithun Chakraborty) স্ত্রী যোগিতা বালি (Yogeeta Bali) ও ছেলে মহাক্ষয় চক্রবর্তীর (Mahaakshay Chakraborty) বিরুদ্ধে ধর্ষণ আর জোর করে গর্ভপাত করানো ও প্রতারণার অভিযোগ করলেন এক মডেল। ১৫ অক্টোবর মুম্বাইয়ের অশিওয়ারা থানায় এই অভিযোগ দায়ের হয়েছে। অভিযোগকারী যুবতির দায়ের করা অভিযোগ অনুযায়ী, তাঁর আর মহাক্ষয়ের মধ্যে ২০১৫ থেকে রিলেশন। মহাক্ষয় নির্যাতিতাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস করেছিল। মহাক্ষয় একবার নরম পানীয়তে মাদক মিশিয় সম্মতি ছাড়াই শারীরিক সম্পর্ক করে।
যুবতির অভিযোগ, মহাক্ষয় তাঁকে বিয়ের প্রতিশ্রুতি দিয়েছিলেন, তবে কখনও তাঁর প্রতিশ্রুতি পূর্ণ করেনি। যখন তিনি গর্ভবতী হয়ে যান, তখন মহাক্ষয় জোর করে তাঁর গর্ভপাত করার জন্য চাপ সৃষ্টি করে। রাজি না হওয়ায় তাকে কিছু ওষুধ খাইয়ে তাঁর গর্ভপাত করানো হয়। যুবতির দাবি, তিনি জানতেন না যে ওষুধের ফলে তাঁর গর্ভপাত হয়ে যাবে। যুবতির আরও দাবি, মহাক্ষয়ের মা যোগীতা বালি তাঁকে হুমকি দিয়েছেন। আরও পড়ুন: Kumar Sanu Tests Positive For COVID-19: করোনাভাইরাসে আক্রান্ত সংগীত শিল্পী কুমার শানু
যুবতি জানিয়েছেন যে তিনি মুম্বইয়ে এফআইআর করার চেষ্টা করেছিলেন কিন্তু পুলিশ তা করেনি। পরে, তিনি দিল্লির একটি স্থানীয় আদালতে এফআইআর করার নির্দেশ চেয়ে আবেদন করেন। প্রাথমিক প্রমাণের ভিত্তিতে আদালত এই মামলায় একটি এফআইআর নথিভুক্ত করার নির্দেশ দিয়েছিল। তারপরেই মুম্বাইয়ের ওশিওয়ারা থানায় একটি এফআইআর নথিভুক্ত করা হয়েছে।