২০০ কোটি টাকার প্রতারণায় অভিযুক্ত সুকেশ চন্দ্রশেখর নর্তকী অভিনেত্রী নোরা ফতেহি ও সিংহলি অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজকে যে বহমূল্য উপহার দিয়েছিলেন, খুব শিগগির সেগুলি বাজেয়াপ্ত করবে তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। জানা গেছে, কিছু পোষ্যও উপহার দেওয়া হয়েছিল দুই অভিনেত্রীকে। নোরা ফতেহিকে এটি বিএমডব্লিউ গাড়ি ও আইফোন উপহার দেওয়া হয়েছিল। ইডি কর্তারা যেকোনও দিন এসব বাজেয়াপ্ত করতে পারেন। এমনটাই জানিয়েছেন নোরা। একই কথা বলেছিলেন দ্বিতীয় অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজ। তিনি বলেন, সুকেশ চন্দ্রশেখরের সম্পর্কে বিশেষ কিছুই তাঁর জানা ছিল না। যেসব উপহার তিনি সুকেশের থেকে পেয়েছেন, ইডি সেসব জিনিষ যেকোনও দিন বাজেয়াপ্ত করতে পারে। তদন্তকারী সংস্থার সঙ্গে পূর্ণ সহযোগিতা করতে প্রস্তুত জ্যাকলিন। আরও পড়ুন-Missile 'Pralay': ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র 'প্রলয়ে'র উৎক্ষেপণ পরীক্ষায় সফল ভারত
এদিকে গোটা প্রক্রিয়াটি দ্রুত সম্পন্ন করতে ইডির কর্মকর্তাদের বেশ বেগ পেতে হচ্ছে। কারণ এই প্রতারণার মামলায় জড়িতেদের বেশ কয়েকজন তিহাড় জেলে বন্দি। সেইসব বন্দিদের জবানবন্দি নেওয়ার পরেই তৈরি হবে চার্জশিট। আর সেই চার্জশিট আদালতে পেশ করার পর সুকেশ চন্দ্রশেখরের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া যাবে। এই ২০০ কোটির প্রতারণা মামলায় জ্যাকলিন ফার্নান্ডেজ ও নোরা ফতেহি সাক্ষীর ভূমিকায় থাকবেন। এঁদের দু'জনেরই জবানবন্দি রেকর্ড করা হয়েছে। যখন জানতে চাওয়া হয় ২০০ কোটির প্রতারণা মামলায় এই দুই অভিনেত্রীকে কেন দোষী হিসেবে সাব্যস্ত করা হল না। প্রশ্নের জবাবে ইডি জানায়, এই দুই অভিনেত্রী সুকেশ চন্দ্রশেখরের হালহকিকত সম্পর্কে ওয়াকিবহাল ছিলেন না।