Dil Bechara Trailer: মুক্তি পেল 'দিল বেচারা' ছবির ট্রেলার, সুশান্ত সিং রাজপুতের নির্মল হাসি দেখে আবেগপ্রবণ হয়ে পড়লেন নেটিজেনরা
দিল বেচারা (Photo Credits: YouTube)

মুক্তি পেল প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের (Sushant Singh Rajput) শেষ ছবি 'দিল বেচারা'র (Dil Bechara) ট্রেলার (Trailer)। ট্রেলার মুক্তির পর ফের শোকাচ্ছন্ন অনুগামীরা। তাঁর নির্মল হাসি দেখে আপ্লুত হয়ে পড়েন নেটিজেনরা। ট্রেলার দেখতে দেখতে সুশান্তের মধ্যে হারিয়ে গেছেন দর্শকেরা। 'ও আর নেই' ভাবনাটা চোখের কোণায় জল আনল বৈ কী! ট্রেলার দেখে বোঝার উপায় নেই যে সুশান্ত আর আমাদের মধ্যে নেই।

আগামী ২৪ জুলাই ওটিটি প্ল্যাটফর্ম ডিজনি প্লাস হটস্টারে মুক্তি পেতে চলেছে ছবিটি। যদিও অনুগামীরা ছবিটি প্রেক্ষাগৃহে গিয়েই দেখতে চাইছিলেন, কিন্তু লকডাউনের কারণে তা সম্ভব হয়নি। ট্রেলার মুক্তির ২ ঘণ্টার মধ্যে ১ কোটি ভিউজ হয়ে গেছে। ইউটিউবে ট্রেন্ডিং হতে আর বেশি দেরি নেই। গতকাল ট্রেলার মুক্তির খবর পাওয়ার পর থেকেই অপেক্ষায় ছিল দর্শকেরা। কাল থেকেই ট্রেলার মুক্তির আলোচনা ছিল ট্রেন্ডিংয়ে। পাশাপাশি তাঁর মৃত্যুর সিবিআই তদন্ত চেয়েও প্রতিবাদ উঠছে। আরও পড়ুন, সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যার তদন্তে ল্যাবে পাঠানো হল ফাঁসির কাপড়

ছবিতে সুশান্তের একটি সংলাপ-'কেউ জানে না আমরা জন্মাবো কবে, আর মরব কবে। আমরা শুধু জানি জীবনে কীভাবে বাঁচা যায়।' জন্ম -মৃত্যুর কথা শুনে ফের আবেগপ্রবণ দর্শক। ট্রেলারে সুশান্তের অভিনয় মন কেড়েছে, অপেক্ষা পুরো ছবিটি দেখার। ছবিতে নায়িকার ভূমিকায় রয়েছেন সঞ্জনা সঙ্ঘি। 'দিল বেচারা' ছবিটি ২০১২ মুক্তিপ্রাপ্ত 'দ্য ফল্ট ইন আওয়ার ফল্টস'-র অনুপ্রেরণায় তৈরি করা হয়েছে। হলিউড এই ছবিতে অভিনয় করেছিলেন শেলিন উডলি ও অ্যান্সল এলগর্ট। বলিউড ছবিটি পরিচালনা করেন মুকেশ ছাবড়া। সুশান্ত ও সঞ্জনা ছাড়া ছবিতে রয়েছেন সইফ আলি খান, স্বস্তিকা মুখার্জি, মিলিন্দ গুনাজি, জাভেদ জাফরী ও অন্যান্য। এই ছবিটি হটস্টার সাবস্ক্রাইবারদের পাশাপাশি যারা সাবস্ক্রাইব করেননি তারাও দেখতে পাবেন। শুধু অ্যাপটি ডাউনলোড করতে হবে। ২৪ জুলাই ২০২০ তে ছবিটি মুক্তি পাবে।