মুম্বই, ৩১ অগাস্ট: ফের বিপাকে জ্যাকলিন ফার্নান্ডেজ ( Jacqueline Fernandez)। আর্থিক তছরুপের অভিযোগে এবার দিল্লির (Delhi) পাটিয়ালা কোর্টের তরফে সমন পাঠানো হল বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজকে। আগামী ২৬ সেপ্টেম্বর জ্যাকলিন ফার্নান্ডেজকে দিল্লির পাটিয়ালা হাইকোর্টে হাজিরা দিতে হবে বলে জানা যাচ্ছে।
কনম্যান সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে জ্যাকলিন ফার্নান্ডেজ আর্থিক তছরুপে জড়িত।এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফে এমন অভিযোগ করা হয়। এমনকী, ২১৫ কোটির আর্থিক তছরুপের মামলায় ইডির চার্জশিটে উঠে আসে বলিউড অভিনেত্রীর নাম। শুধু তাউই নয়, সুকেশ চন্দ্রশেখের যে বিপুল অর্থ অবৈধভাবে হাতিয়েছেন, সেখান থেকে সুযোগ সুবিধা ভোগ করেছেন বলিউড অভিনেত্রী। ভিডিয়ো কলের মাধ্যমে সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে প্রায় সব সময় যোগাযোগ হত জ্যাকলিনের। ফলে যে অর্থ অবৈধভাবে সুকেশ নিজের নাম করেছেন, তা থেকে শ্রীলঙ্কান অভিনেত্রীকে তিনি উপহারও দিতেন। সবকিছু জেনেবুঝে জ্যাকলিন ফার্নান্ডেজ তোলাবাজি করে আদায় করা অর্থ থেকে সমস্ত সুযোগ সুবিধা সুকেশের কাছ থেকে নিতেন বলে অভিযোগ ইডির।
আরও পড়ুন: Pakistan Floods: পাকিস্তানে ভয়ঙ্কর বন্যায় মৃত ১১৬২, ভাঙছে বাড়িঘর, ভিডিয়ো দেখলে চমকে উঠবেন
প্রসঙ্গত, আর্থক তছরুপ মামলায় জ্যাকলিনের বিরুদ্ধে এর আগেও তথ্য প্রমাণ জোগাড় করে ইডি। সুকেশ চন্দ্রশেখর ১০ কোটির উপহার দেন জ্যাকলিনকে। আর্থিক তছরুেপর মামলায় তদন্ত শুরু হলে, ইডি জ্যাকলিনের ৭ কোটির সম্পত্তি বাজেয়াপ্ত করে বলেও জানা যায়। সেই সঙ্গে মামলা চলাকালীন অভিনেত্রী যাতে ভারতের বাইরে যেতে না পারেন, তার জন্য জারি করা হয় কড়া নির্দেশিকা।