DeepVeer Anniversary: তিরুপতি বালাজি মন্দির থেকে উড়ে গেলেন অমৃতসরের স্বর্ণ মন্দির, পূজা অর্চনাতেই কাটল দীপবীরের প্রথম বিবাহবার্ষিকী; এবার কি পার্টি?
দীপিকা পাডুকোন- রণবীর সিংয়েরপ্রথম বিবাহবার্ষিকী (Photo Credits: ANI)

পঞ্জাব, ১৫ নভেম্বর: গতকাল ছিল বলিউড জুটি দীপিকা পাডুকোন (Deepika Padukone)- রণবীর সিংয়ের (Ranveer Singh) প্রথম বিবাহবার্ষিকী (First Wedding Anniversary)। সেই উপলক্ষে সকালে তাঁদের পুজো দিতে দেখা গেছিল তিরুপতি বালাজি মন্দিরে। বালাজি মন্দিরে প্রার্থনা সেরে আজ ভোরের আলো ফোঁটার আগে পঞ্জাব অমৃতসরের স্বর্ণ মন্দিরে  (Amritsar Golden Temple) প্রার্থনা করতে গেছিলেন দীপবীর (DeepVeer)। তাঁদের একসঙ্গে দেখে খুশি নেটিজেনরা।

বিবাহিত জীবনের এক বছর পালন করলেন দুটি শহরে, বালাজি মন্দির ও গুরুদ্বারাতে (Gurudwara)কাটানোর ছবিও পোস্ট করেছেন তাঁরা। আজ গুরুদ্বারায় দীপিকাকে সালোয়ার- কামিজ ও রণবীরকে কুর্তা-পাজামায় দেখা গেছে। গতকাল আবার তাদের তিরুপতি মন্দিরে তাঁদের রাজকীয় পোশাকে দেখা গেছিল। লাল কাঞ্জিভরম, ভারী গয়না আর হাতখোঁপা। সিঁথিতে জ্বলজ্বল করছিল লাল সিঁদুর। রণবীর পরেছিলেন কুর্তা-পাজামা, ব্রোকেডের জ্যাকেট-গলায় পুজোর আশীর্বাদ স্বরূপ গোলাপি উত্তরীয়।

আরও পড়ুন, রামমন্দির ও মসজিদের পাশে অযোধ্যায় গির্জার জমি চাইলেন রানু মণ্ডল, ভুয়ো খবরে দেশজুড়ে শোরগোল

 

দীপবীরের করা পোস্ট-

 

এভাবেই পূজা-অর্চনার মধ্যে দিয়ে নিজেদের প্রথম বিবাহবার্ষিকী কাটালেন তাঁরা। বিবাহবার্ষিকীর পার্টি কবে হতে চলেছে তা এখনও জানা যায়নি। তবে বিয়ের প্রথম বছর পূর্তির পার্টি হবে না, এমনটা তো হতে পারে না। আপাতত দুজনই শুটিংয়ের কাজে ব্যস্ত। ব্যস্ততা শেষ হলে দুজন শহরে ফিরবেন। তারপরই ফের চাঁদের হাট নামবে বি-টাউনে। সেইদিনটার জন্যও অপেক্ষা করে রয়েছেন তাঁর অনুরাগীরা। বিশেষ কী চমক হতে চলেছে তা নিয়েও বেশ উৎসাহী ভক্তগন।