মুম্বই, ২৪ সেপ্টেম্বর: ভারতীয় সিনেমায় (Indian cinema) আজীবন অসামান্য অবদানের জন্য সর্বাধিক মর্যাদাপূর্ণ পুরস্কার (Award) হিসেবে দেওয়া হয়ে থাকে দাদাসাহেব ফালকে পুরস্কার (Dadasasheb Palke Award)। ভারতীয় সিনেমায় দাদাসাহেব ফালকের অবিস্মরণীয় অবদানের স্মরণে এই পুরষ্কারটি চালু করা হয়েছিল। এই বছর এই পুরস্কারে মনোনীত হয়েছেন বলিউড বাদশা অমিতাভ বচ্চন (Amitabh Bachchan)। উচ্ছসিত বলি মহল (Bollywood)। উল্লেখ্য, দাদাসাহেব ফালকে একাডেমি পুরষ্কারটিও অনুষ্ঠিত হয়ে থাকে ভারতীয় চলচ্চিত্রের পিতা দাদাসাহেব ফালকের নামে। এই পুরষ্কারটি ভারত সরকার কর্তৃক প্রতিষ্ঠিত মর্যাদাপূর্ণ দাদাসাহেব ফালকে পুরষ্কারের চেয়ে আলাদা।১৯৬৯ সালে শুরু এটি। প্রত্যেক বছরই ভারতের কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রক (Information and Broadcasting ministry) এই চলচ্চিত্র উৎসবের (Film Festival) সূচনা করে থাকে।
পুরস্কার হিসেবে একটি স্বর্ণ কমল পদক (Gold Medel), একটি শাল (Shwal), এবং নগদ ১০ লক্ষ টাকা (Cash 10 lakh Rupees) দেওয়া হয়ে থাকে। এই পুরস্কারে সর্ব প্রথম সম্মানিত হয়েছিলেন দেবিকা রানী (Devika Rani)। এই চলচ্চিত্র পুরষ্কার দেশের চলচ্চিত্র ব্যক্তিত্বদের জন্য সর্বোচ্চ সরকারী স্বীকৃতি। আরও পড়ুন- অমিতাভ-জয়া বচ্চনের ৪৬ তম বিবাহ বার্ষিকীতে কী লিখলেন ছেলে অভিষেক!
এক ঝলকে দেখে নেওয়া যাক ১৯৬৯ থেকে কারা কারা রয়েছেন এই পুরস্কার প্রাপকদের তালিকায়-
১৯৬৯ - দেবিকা রানী
১৯৭০ - বীরেন্দ্রনাথ সরকার
১৯৭১ - পৃথ্বীরাজ কাপুর
১৯৭২ - পঙ্কজ মল্লিক
১৯৭৩ - রুবি মায়ারস
১৯৭৪ - বম্মিরেডডি নরসিমা রেডডি
১৯৭৫ - ধীরেন্দ্রনাথ গাঙ্গুলী
১৯৭৬ - কানন দেবী
১৯৭৭ - নীতিন বসু
১৯৭৮ - রায়চাঁদ বড়াল
১৯৭৯ - সোহরাব মোদি
১৯৮০ - পয়দি জয়রাজ
১৯৮১ - নওসাদ
১৯৮২ - এল ভি প্রসাদ
১৯৮৩ - দুর্গা খোটে
১৯৮৪ - সত্যজিত রায়
১৯৮৫ - ভি সান্তারাম
১৯৮৬ - বি নেগি রেডডি
১৯৮৭ - রাজ কাপুর
১৯৮৮ - অশোক কুমার
১৯৮৯ - লতা মঙ্গেস্কর
১৯৯০- আক্কেনিেনি নাগেশ্বর রাও
১৯৯১ - ভাইজি পেনধারকর
১৯৯২ - ভুপেন হাজারিকা
১৯৯৩ - মজরু সুলতানপুরি
১৯৯৪ - দীলিপ কুমার
১৯৯৫ - রাজকুমার
১৯৯৬ - শিবাজি গনেশন
১৯৯৭ - কবি প্রদীপ
১৯৯৮ - বি আর চোপড়া
১৯৯৯ - হৃষীকেশ মুখোপাধ্যায়
২০০০ - আশা ভোঁসলে
২০০১ - যশ চোপড়া
২০০২ - দেবানন্দ
২০০৩ - মৃণাল সেন
২০০৪ - আদুর গোপালকৃষ্ণন
২০০৫ - শ্যাম বেনেগাল
২০০৬ - তপন সিনহা
২০০৭ - মান্না দে
২০০৮ - ভি কে মূর্তি
২০০৯ - ডঃ রামা নায়ডু
২০১০ - কে বালাচন্দর
২০১১ - সৌমিত্র চট্টোপাধ্যায়
২০১২ - প্রাণ
২০১৩ - গুলজার
২০১৪ - শশী কাপুর
২০১৫ - মনোজ কুমার
২০১৬ - কাশিনাথুনি বিশ্বনাথ
২০১৭ - বিনোদ খান্না
উল্লেখ্য, বচ্চন সাহেব এই দাদাসাহেব ফালকে একাডেমী পুরষ্কার আগেই পেয়েছেন। এবার পেলেন দাদাসাহেব ফালকে পুরস্কার।