মুম্বই, ৩ জুন: দেখতে দেখতে সম্পর্কটা ৪৬টা বছর পেরিয়ে গেল। 'অ্য়াঙ্করি ইয়ংম্যান' অমিতাভ বচ্চন (Amitabh Bachchan) - এর সঙ্গে 'শান্ত-মিষ্টি' বাঙালী জয়া ভাদুড়ি (Jaya Bachchan)- র জুটিটা নিয়ে প্রথমে আগে অনেকে বলতেন, একে অপরের পরিপূরক। অমিতাভের মাথা আগে ছিল গরম, পরে জয়ার সান্নিধ্যে এসে হয়ে যায় বরফ শীতল ঠান্ডা। সেই অমিতাভ-জয়া বচ্চনের বিবাহ বার্ষিকী আজ। ১৯৭২-র জুনে যে সম্পর্কটা সাতে পাকে বাধা পড়েছিল, বলিউডে 'আজ আছে, কাল নেই'-র যুগেও সেই সম্পর্কটা দিব্যি টিকে আছে।
'শোলে' থেকে 'কভি খুশি কভি গম', 'সিলসিলা'...পর্দায় অমিতাভ-জয়ার প্রেম পর্দার বাইরেও একইরকম..সুন্দর, মিষ্টি। কঠিন সময় আসেনি যে, তা নয়। কিন্তু দুজনে হাতে হাত ধরে কঠিন সময় পার হয়েছেন। নাতিনী আরাধ্যাকে কোলে নিয়ে গতকাল, রবিবার মুম্বইয়ের বান্দ্রায় হাঁটতে বের হন অমিতাভ-জয়া। দুজনে হাঁটতে হাঁটতে অনেকটা দূরে চলে যান। ঠিক তাদের সম্পর্কের মত। আরও পড়ুন-'Mr India'রিবুট-আসা নিশ্চিত করলেন বনি কাপুর, শ্রীদেবীর চরিত্রে কে! সবার আগ্রহ সেখানে
বাবা-মায়ের বিবাহ বার্ষিকী তাদের সন্তানের কাছে সব সময়ই স্পেশাল। বিগ বি-র পুত্র অভিষেক বচ্চনের সোশ্যাল মিডিয়া পোস্টে ধরা পড়ল সেই ছবি। অভিষেক বাব-মায়েকে অভিনন্দন জানিয়ে লিখলেন, ''হ্যাপি অ্যানিভার্সারি।'' বাব-মায়ের সুন্দর একটা ছবি পোস্ট করে অভিষেক লেখেন, শুভ বিবাহ বার্ষিকী। তোমাদের হৃদয় থেকে ভালাবাসা। #46andcounting
View this post on Instagram
Happy Anniversary to the parentals! Love you both eternally. #46andcounting
শাহরুখ খান প্রযোজিত 'বদলা' সিনেমায় শেষবার বড় পর্দায় দেখা গিয়েছে অমিতাভ বচ্চনকে। বদলায় অমিতাভের অভিনয় সবাইতে মুগ্ধ করে। বিগ বি-কে এবার দেখা যাবে 'ব্রহ্মাস্ত্র' সিনেমায়, রণবীর কাপুর, আলিয়া ভাট, মৌনি রায়ের সঙ্গে। অয়ন মুখার্জি পরিচালিত এই সিনেমা চলতি বছর বড়দিন (খ্রিস্টমাস)-এ মুক্তি পাওয়ার কথা। পাশাপাশি অমিতাভ 'চেহেরে' নামের একটি থ্রিলার সিনেমার কাজেও ব্যস্ত আছেন। এই থ্রিলারে অমিতাভের সঙ্গে আছেন ইমরান হাসমি। অমিতাভের সঙ্গে এই প্রথম কাজের সুযোগ পাচ্ছেন ইমরান। অন্যদিকে, জয়া বচ্চনকে শেষবার বড় পর্দায় দেখা গিয়েছে 'Ki & Ka' সিনেমায় ২০১৬ সালে করিনা কাপুর, অর্জুন কাপুরের সঙ্গে একটি ক্যামিও রোলে।