Dadasaheb Phalke International film Festival Award 2023 Winners (Photo Credits: Twitter)

মুম্বই, ২১ ফেব্রুয়ারিঃ সোমবার মুম্বইয়ের (Mumbai) এক পাঁচতারা হোটেলে বসেছিল দাদাসাহেব ফালকে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০২৩ এর আসর (Dadasaheb Phalke International Film Festival Award 2023)। ভারতীয় চলচ্চিত্র জগতে তারকাদের অনবদ্য অবদানকে সম্মানিত করতেই প্রতি বছর সেরা শিল্পীদের হাতে তুলে দেওয়া হয় দাদাসাহেব ফালকে পুরস্কার (Dadasaheb Phalke Award 2023)।

আরও পড়ুনঃ  গানের অনুষ্ঠান চলাকালীন সোনু নিগমের উপর ‘হামলা, সোনুকে বাঁচাতে গিয়ে হাসপাতালে ভর্তি শিল্পীর বন্ধু রব্বানি

চলতি বছরে দাদাসাহেব ফালকে অন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০২৩ এর সেরা অভিনেতার খেতাব গিয়েছে রণবীর কাপুরের (Ranbir Kapoor) ঝুলিতে, ব্রহ্মাস্ত্র (Brahmastra) ছবির জন্যে। অন্যদিকে গাঙ্গুবাই কাঠিওয়াড়ি ছবির জন্যে সেরা অভিনেত্রীর প্রাপ্তি স্ত্রী তথা অভিনেত্রী আলিয়া ভাটের (Alia Batt)। ২০২৩ দাদাসাহেব ফালকে পুরস্কার বিজেতাদের সম্পূর্ণ তালিকা এক ঝলকে দেখে নিন।

সেরা চলচ্চিত্রঃ দ্য কাশ্মীর ফাইলস (The Kashmir Files))

সেরা পরিচালকঃ আর বাল্কি, কাপঃ রিভেঞ্জ অফ দ্য আর্টিস্ট (Cup Revenge For The Artist)

সেরা অভিনেতাঃ রণবীর কাপুর (Ranbir Kapoor), ব্রহ্মাস্ত্র (Brahmastra)

সেরা অভিনেত্রীঃ আলিয়া ভাট (Alia Bhatt), গাঙ্গুবাই কাঠিওয়াড়ি (Gangubai Kathiawadi)

সেরা প্রতিভাবান অভিনেতাঃ ঋষভ শেট্টি (Rishab Shetty), কান্তারা (Kantara)

চলচ্চিত্র জগতে অনবদ্য অবদানের জন্যে দাদাসাহেব ফালকে পুরস্কার পেলেন রেখা (Rekha)।    

সেরা ওয়েব সিরিজঃ রুদ্র (Rudra The Edge of Darkness)

সমালোচকদের নজরে সেরা অভিনেতাঃ বরুণ ধাওয়ান (Varun Dhawan), ভেড়িয়া (Bhediya)

বছরের সেরা চলচ্চিত্রঃ আরআরআর (RRR)

বছরের সেরা ধারাবাহিকঃ অনুপমা (Anupamaa)

সেরা টেলিভিশন অভিনেতাঃ জেইন ইমাম, ফানাহঃ ইশক মে মরজাওয়া

সেরা পুরুষ সঙ্গীতশিল্পীঃ সচিত তন্ডন (Sachet Tandon), মাইয়া মেনু (Maiya Mainu)

সেরা মহিলা সঙ্গীতশিল্পীঃ নীতি মোহন (Neeti Mohan), মেরি জান (Meri Jaan)

সেরা সিনেমাটোগ্রাফারঃ পি এস বিনোদ (PS Vinod), বিক্রম বেদা (Vikram Vedha)

সঙ্গীত জগতে অনবদ্য অবদানের জন্যে দাদাসাহেব ফালকে পুরস্কার পেয়েছেন হরিহরন (Hariharan)।