মুম্বইয়ে গান গাইতে গিয়ে হামলার শিকার সোনু নিগম। সোমবার সন্ধ্যায় চেম্বুরের অনুষ্ঠানে গান গাইছিলেন সোনু।ওই সময় স্থানীয় শিবসেনা বিধায়কের ছেলে গায়কের ম্যানেজার সায়রার সঙ্গে অভব্য আচরণ করেন বলে অভিযোগ।ঘটনায় অভিযুক্ত দুই ব্যক্তি স্থানীয় বিধায়ক তথা শিবসেনা নেতা প্রকাশ ফাতারপেকার ছেলে স্বপ্নিল প্রকাশ ফাতারপেকার ও ভাইপো বলেই পুলিশ সূত্রে খবর।
এই ঘটনার একটি ভিডিও সামনে এসেছে। প্রত্যক্ষদর্শীদের সূত্র মারফত জানা গেছে অনুষ্ঠান চলাকালীন শিবসেনা বিধায়কের ছেলে সোনুর ম্যানেজার সায়রার সঙ্গে অভব্য আচরণ করেন । এরপর সোনু নিগম মঞ্চ থেকে নামার সময় তাঁকে ওই বিধায়কের ছেলে ধাক্কা দেন বলে অভিযোগ । সেইসময় গায়কের দেহরক্ষী সামনে এলে, তাঁকে ধাক্কা দিয়ে সিঁড়ি থেকে ফেলে দেওয়া হয় বলে অভিযোগ । এরপর সোনু নিগমকে বাঁচাতে বন্ধু রব্বানি খান এগিয়ে আসলে তাঁকেও ধাক্কা দেওয়া হয় । প্রত্যক্ষদর্শীদের দাবি, ধাক্কার মারার ফলে রব্বানি প্রায় সাত ফুট নীচে পড়ে যান। আহত দু'জনকেই স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে খবর । চিকিৎসা চলছে । তাঁদের চোট কতটা গুরুতর তা দেখার জন্য শারীরিক পরীক্ষাও করছেন চিকিৎসকরা । রব্বানি খান সোনু নিগমের গুরু ওস্তাদ গুলাম মোস্তাফা খানের ছেলে।
দেখুন সেই ভিডিও-
#SonuNigam attacked by Uddhav Thackeray MLA Prakash Phaterpekar son and his goons in music event at Chembur. Sonu has been taken to the hospital nearby. pic.twitter.com/ERjIC96Ytv
— Swathi Bellam (@BellamSwathi) February 20, 2023
নিরাপত্তারক্ষীও রব্বানির চোট গুরুতর হলেও, চোট লাগেনি সোনুর। তবে আচমকা এই হামলায় বেশ আতঙ্কে রয়েছেন তিনি। এ এন আই কে দেওয়া সাক্ষাৎকারে সোনু বলেন-
কনসার্টের পর আমি স্টেজ থেকে নামছি এমন সময় স্বপ্নিল প্রকাশ ফাতারপেকার আমাকে জড়িয়ে ধরে। তখন আমাকে বাঁচাতে আসা হরি ও রব্বানীকে সে ধাক্কা দেয়। তারপরই আমি সিঁড়িতে পড়ে গেলাম। আমি একটি অভিযোগ দায়ের করেছি যাতে লোকেরা জোর করে সেলফি তোলা এবং হাতাহাতির বিষয়ে ভবিষ্যতে চিন্তা করে।
After the concert, I was coming down from stage when a man Swapnil Prakash Phaterpekar held me. Then he pushed Hari & Rabbani who came to save me. Then I fell on steps. I filed a complaint so that people should think about forcefully taking selfies & causing scuffle: Sonu Nigam https://t.co/RVFONXeQ79 pic.twitter.com/JxtfCVIaQj
— ANI (@ANI) February 20, 2023
ঘটনার তদন্ত শুরু করেছে জোন ৬ এর ডেপুটি কমিশনার অফ পুলিশ হেমরাজসিং রাজপুত, তিনি বলেন - লাইভ কনসার্টের পর সোনু নিগম মঞ্চ থেকে নামছিলেন, এমন সময় এক ব্যক্তি তাঁকে ধরে ফেলেন। আপত্তি করার পরে তিনি সোনু নিগম এবং তার সাথে থাকা আরও দু'জনকে সিঁড়ি থেকে ধাক্কা দিয়েছিলেন, সেই দু'জনের মধ্যে একজন আহত হন। অভিযুক্তের নাম স্বপ্নিল ফাতারপেকার
Mumbai: After live concert, Sonu Nigam was coming down from stage when a man held him. After objection he pushed Sonu Nigam & two other men with him from the steps, one of those two men sustained injuries. Accused's name is Swapnil Phaterpekar: Hemrajsingh Rajput, DCP, Zone 6 pic.twitter.com/Vgly9JzGDO
— ANI (@ANI) February 20, 2023