সারা, সোনু, ছবি ইনস্টাগ্রাম

মুম্বই, ৮ মে: যুব সম্প্রদায়ের অন্যতম চোখের মণি সারা। তাঁকে যুব সমাজের 'হিরো' বলে প্রশংসায় ভরিয়ে দিলেন সোনু সুদ (Sonu Sood)। কেন জানেন!

করোনা আক্রান্ত ভারতের জন্য অনুদান নিয়ে এগিয়ে এলেন সারা আলি খান(Sara Ali Khan)। সোনু সুদ ফাউন্ডেশনেই নিজের অনুদান দেন সারা। এরপরই সইফ-কন্যার প্রশংসায় পঞ্চমুখ হয়ে ওঠেন সোনু সুদ। সারাকে 'হিরো' বলে বর্ণনা করেন সোনু। পাশাপাশি সারা যাতে এই ধরনের ভাল কাজ করে যান, সে বিষয়েও আবেদন করেন বলিউড  অভিনেতা।

আরও পড়ুন: Sonu Sood: করোনা আক্রান্ত ভারতীর মৃত্যু, ভেঙে পড়লেন সোনু সুদ

করোনা (Corona) বিধ্বস্ত ভারতের মানুষের জন্য কাজ শুরু করেছেন সোনু সুদ। কখনও মুম্বইতে করোনা (COVID 19) রোগীর পাশে দাঁড়াচ্ছেন সোনু। আবার কখনও হায়দরাবাদের হাসপাতালে পাঠিয়ে দিচ্ছেন অক্সিজেন (Oxygen)। আবার করোনা আক্রান্ত তরুণীর মৃত্যু হলে, মন থেকে ভেঙেও পড়তে দেখা যাচ্ছে সোনুকে। সবকিছু মিলিয়ে শুধু এক শ্রেণির মানুষের কাছে নয়, প্রায় গোটা দেশের কাছে মসিহা হয়ে উঠেছেন সোনু সুদ।