মুম্বই, ৮ মে: নাগপুর থেকে হায়দরাবাদের হাসপাতালে নিয়ে গিয়েছিলেন এয়ার অ্যাম্বুলেন্সে করে। তাও শেষ রক্ষা হয়নি। নাগপুরের ভারতীকে বাঁচাতে পারেননি সোনু সুদ। তাতেই ভেঙে পড়েলন অভিনেতা (Actor)।
নিজের ইনস্টাগ্রাম (Instagram) হ্যান্ডেলে ভারতীর আত্মার শান্তি কামনা করেন সোনু। পাশপাশি তিনি আরও লেখেন, যেখানে থাকুন না কেন, ভারতী যেন ভাল থাকেন। গত মাসে বাঘিনীর মতো লড়াই করেছেন ভারতী। তাও শেষটা অন্যরকম হয়ে গেল। সারা জীবন তাঁর হৃদয়ে থাকবেন ভারতী।
পাশাপাশি ভারতীকে হারানোর শোক যেন তাঁর পরিবার সামলে উঠতে পারেন, সেই আশাও প্রকাশ করেন সোনু সুদ (Sonu Sood)।
View this post on Instagram
এদিকে করোনা (Corona) বিধ্বস্ত ভারতের মানুষের একের পর এক সাহায্য এবং অনুদান নিয়ে ব্যস্ত সোনু সুদের টিম। কঠিন সময়ে সবাইকে লড়াই করতে হবে এবং মন শক্ত করে চলতে হবে বলে জানান সোনু সুদ। পাশাপাশি যে সমস্ত হাসপাতালে অক্সিজেনের প্রয়োজন, তিনি এবং তাঁর টিম সেখানে অক্সিজেন যোগাতে সাধ্যমতো চেষ্টা করবেন বলেও জানান সোনু।