Wajid Khan Passes Away: কোভিডের থাবায় ৪২-এই নিভল প্রদীপ, প্রয়াত মিউজিক কম্পোজার গায়ক ওয়াজিদ খান
প্রয়াত ওয়াজিদ খান (File Image)

মুম্বই, ১ জুন: মহমারী করোনা এবার একে একে কাছের মানুষদের কাড়তে শুরু করল। কোভিড-১৯ এর থাবায় চলে গেলেন প্রখ্যাত মিউজিক কম্পোজার, গায়ক ওয়াজিদ খান (Wajid Khan)। বলিউডের বহু বিখ্যাত সিনেমার গানের মিউজিক কম্পোজারের ভূমিকায় বেশ পরিচিত নাম সাজিদ-ওয়াজিদ। দুই ভাইয়ে মিলে সুরের জগতে নতুন আখ্যান তৈরি করেছেন। গায়ক সোনু নিগম নিজে সংবাদ মাধ্যমকে ওয়াজিদ খানের প্রয়াণের খবর জানান। এরপরই এক টুইট বার্তায় বিনোদন সাংবাদিক ফরিদন শাহরিয়ার বলেন, “দুঃসংবাদ, মিউজিক কম্পোজার সাজিদ ওয়াজিদ-এর ওয়াজিদ খানের জীবনাবসান হয়েছে। তিনি কোভিড-১৯ পজিটিভ ছিলেন। সোনু নিগম আমাকে এই খবর জানান।”

ওয়াজিদ খানের মৃত্যুতে অকালে এক সুর সাধককে হারালো মুম্বইয়ের ফিল্ম ইন্ডাস্ট্রি। মাত্র ৪২ বছরেই নিভে গেল জীবন দ্বীপ। ফ্লিমবিটে প্রকাশিত তথ্যানুযায়ী, ভেন্টিলেশনে ছিলেন ওয়াজিদ খান। তিনি রীতিমতো কিডনির সমস্যায় ভুগছিলেন। এর আঘে ইন্ডিয়ান পার্ফর্মিং রাইট সোসাইটির তরফে সঞ্জয় টন্ডন জানিয়েছিলেন, “ওয়াজিদ খান সুস্ত হন, হাসপাতালে ভর্তি আছেন। তাঁর শারীরিক অবস্থার খবর নিতে আমি ওয়াজিদ খান পর্যন্ত পৌঁছানোর চেষ্টা করছি।” যাই হোক সুরের আঙিনায় কোভিডকে তাড়াতে পারলেন না ওয়াজিদ খান। তবলা বাদক ওস্তাদ শারাফত আলি খানের পুত্র হলেন ওয়াজিদ খান। ১৯৯৮ সালে ভাই সাজিদকে সঙ্গে নিয়ে প্রথম তৈরি করলেন সলমন খান কাজল অভিনীত পেয়ার কিয়া তো ডরনা কিয়া ছবির মিউজিক। এরপর সলমনের সঙ্গে দীর্ঘদিন কাজ করেছেন সাজিদ ওয়াজিদ জুটি। একের পর এক সাফল্যও এসেছে। আরও পড়ুন-Donald Trump: হোয়াইট হাউসের সামনে ১০০ বিক্ষোভকারী, প্রাণভয়ে আন্ডার গ্রাউন্ডে গেলেন ডোনাল্ড ট্রাম্প

তালিকায় রয়েছে, তুমকো না ভুল পায়েঙ্গে (২০০২), তেরে নাম(২০০৩), গরভ(২০০৪), মুঝসে শাদি কারোগি(২০০৪), পার্টনার (২০০৭), হ্যালো(২০০৮), গড তুসি গ্রেট হো(২০০৮), ওয়ান্টেড(২০০৯), ম্যায় অর মিসেস খান্না (২০০৯), বীর (২০১০), দাবাং(২০১০), নো প্রবলেম  ও এক থা টাইগার(২০১০), মাশআল্লাহ (২০১২)। সংগীত শিল্পী হিসেবে নজর কেড়েছিলেন ওয়াজিদ খান। তাজদারই হারাম, সত্যমেব জয়তে, চল মার, টুটাক টুটাক টুটিয়া, শিবা শিবা, পাণ্ডেজি সিতি-সহ বেশকিছু হিট গান আমরা ওয়াজিদের গলায় পেয়েছি। আইপিএল-এর থিম সংও গেয়েছেন ওয়াজিদ খান। যার মিউজিক কম্পোজার ছিলেন ভাই সাজিদ খান।