মুম্বই, ২৯ জুন: এবার কন্যা এষাকে উদ্দেশ্য করে মনের কথা জানালেন ধর্মেন্দ্র। এষার পাশাপাশি কন্যা আহানা, ২ জামাই এবং স্ত্রী হেমা মালিনীকে উদ্দেশ্য করে ধর্মেন্দ্র জানান, তিনি ব্যক্তিগতভাবে তাঁদের সঙ্গে কথা বলতে চেয়েছিলেন কিন্তু বয়স এবং তাঁর অসুস্থতা... বলে নিজের কথা শেষ করেন ধর্মন্দ্র। কী কারণে স্ত্রী হেমা মালিনী এবং এষা দেওলকে উদ্দেশ্য করে এভাবে মনের ভাব প্রকাশ করলেন বলিউডের বর্ষীয়ান অভিনেতা, তা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে।
সম্প্রতি সানি দেওলের ছেলে করণের বিয়েতে হাজির হন ধর্মেন্দ্র। যেখানে সানি, ববি সঙ্গে ছিলেন ধর্মেন্দ্রর প্রথম স্ত্রী প্রকাশ কউরও। তবে করণ দেওলের বিয়েতে দেখা যায়নি হেমা মালিনীকে। হেমা-ধর্মেন্দ্রর দুই কন্যা এষা, আহানাদেরও করণের বিয়ের অনুষ্ঠানে দেখা যায়নি। তা নিয়ে বি টাউনে জোর চর্চা শুরু হয়।
করণ দেওলের বিয়েতে ধর্মেন্দ্র হাজির হলেও, হেমা-সহ দুই কন্যার অনুপিস্থিতি নিয়েই কী ধর্মেন্দ্র কিছু বলতে চাইলেন! এমন প্রশ্ন উঠছে।