'আমরা পৃথক হয়েছি। কঠিন মুহূর্তে প্রত্যেকে যাতে তাঁদের নিজেদের মত করে একা থাকার সময় দেন', সেই আবেদন করেন শিল্পা শেট্টির স্বামী রাজ কুন্দ্রা। নিজের সোশ্যাল হ্যান্ডেলে আচমকা বিচ্ছেদের কথা উল্লেখ করেন রাজ কুন্দ্রা। যদিও শিল্পা শেট্টিকে এ বিষয়ে কোনও মন্তব্য করতে শোনা যায়নি। এমনকী এ বিষয়ে কোনও স্টেটাসও শেয়ার করেননি শিল্পা। অভিনেত্রী যতই চুপ করে থাকুন না কেন, রাজ কুন্দ্রার কথায় জোর জল্পনা শুরু হয়েছে। পাশাপাশি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকে প্রায় সব ছবি মুছে ফেলেন রাজ কুন্দ্রা। যা দেখে এই জুটির বিচ্ছেদের জল্পনা আরও জোরদার হয়। সবে সবে মুক্তি পেয়েছে রাজ কুন্দ্রার প্রথম ছবি 'ইউটি ৬৯'-এর ট্রেলার। নয়া ছবির ট্রেলার মুক্তি পেতেই নিজের 'মাস্ক ম্যানের' অবতারকে বিদায় জানান রাজ কুন্দ্রা। নিজের প্রথম ছবিকে আরও বেশি করে প্রচারের আলোয় আনতেই কি এই ধরনের ট্য়ুইট করছেন শিল্পা শেট্টির স্বামী! তা নিয়ে জোরদার জল্পনা শুরু হয়েছে।
We have separated and kindly request you to give us time during this difficult period
— Raj Kundra (@onlyrajkundra) October 19, 2023
২০২১ সালে পর্নোগ্রাফি মামলায় গ্রেফতার করা হয় রাজ কুন্দ্রাকে। যা নিয়ে তোলপাড় হয়ে যায় বলিউড। প্রায় ২ মাস জেলে কাটিয়ে অবশেষে জামিনে মুক্তি পান রাজ কুন্দ্রা। রাজের জেলে থাকার সময়ও একবার তাঁর সঙ্গে শিল্পা শেট্টির বিচ্ছেদের গুঞ্জন শোনা যায়।