কঙ্গনা রানাউত (Photo Credit: File Image)

বলিউডের পরবর্তী রাজনৈতিক ছবিতে প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর ভূমিকায় দেখা যাবে কঙ্গনা রানাউতকে  ( Kangana Ranaut:)। এনিয়ে প্রশ্ন উঠতেই অভিনেত্রীর দাবি, ছবির নাম এখনও ঠিক হয়নি। এবং বহু নামী অভিনেতারা এই ছবিতে কাজ করবেন। এই প্রসঙ্গে এক বিবৃতিতে কঙ্গনা বলেন, “হ্যাঁ প্রজেক্টটি নিয়ে ইতিমধ্যেই কাজ শুরু হয়েছে। চিত্রনাট একেবারে চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। ভারতীয় রাজনীতির এক জমজমাট সময়কে নিয়েই ছবির চিত্রনাট্য তৈরি হয়েছে। একেবারে রাজনৈতিক সিনেমা যাকে বলে। এই ছবির বিষয়বস্ত আমাদের প্রজন্মকে বর্তামান ভারতের রাজনৈতিক চিত্র সম্পর্কে একটা সুস্পষ্ট ধারণা দিতে পারবে। প্রচুর নামী অভিনেতাদের সঙ্গে এই ছবিতে কাজ করব। আর ভারতের রাজনৈতিক ইতিহাসের এক আইকনিক চরিত্রের নাম ভূমিকায় থাকছি আমি।”

কঙ্গনা এ-ও জানান যে একটা বইই এই চিত্রনাট্যের নেপথ্যে রয়েছে। তবে সেই বইয়ের নাম এড়িয়ে গিয়েছেন বলিউড কুইন। ছবির প্রযোজনা করছেন কঙ্গনা রানাউত। তাইতো ছবিতে থাকছে জরুরি অবস্থা, অপারেশন ব্লুস্টারের মতো আলোড়ন ফেলে দেওয়া ঘটনা। পরিচালর সাই কবীর ছবির চিত্রনাট্য থেকে স্ক্রিনপ্লে এমনকী পরিচালনাও রছেন। এর আগে কঙ্গনার সঙ্গে তিনি ‘রিভলবার রানি’-তে কাজ করেছেন। ভারতীয় রাজনীতির এক গুরুত্বপূর্ণ সময়কে ধরতে চলেছে এই ছবি। তাইতো সেখানে ইন্দিরা গান্ধীর পাশাপাশি সঞ্জয় গান্ধী, রাজীব গান্ধী, মোরারজি দেশাই, লালবাহাদুর শাস্ত্রীর মতো খ্যাতনামা ব্যক্তিত্বের চরিত্রও জায়গা করে নিয়েছে। এই মুহূর্তে এক ছবির শুটিংয়ে ভোপালে রয়েছেন কঙ্গনা রানাউত। আপাতত পরিচালক সাই কবীর আগামী ছবির স্ক্রিপ্ট নিয়ে ভোপালেই উড়ে গেছেন। এখন শুধু শুটিং শুরুর অপেক্ষা মাত্র।