ছবি ইনস্টাগ্রাম

মুম্বই, ২০ অগাস্ট: ভেঙে পড়েছে আফগানিস্তান (Afghanistan)৷ গত ২০ বছর ধরে যাঁরা তিল তিল করে আফগানিস্তানকে গড়ে তুলেছেন, তাঁদের সব স্বপ্ন চূর্ণ হয়ে যাচ্ছে৷ আফগানিস্তানের পাশে দাঁড়ান৷ মানবতার খাতিরে সাহায্য করুন ওই দেশকে নতুন করে গড়ে তুলতে৷ এবার আফগানিস্তান নিয়ে নীরবতা ভাঙলেন বলিউড অভিনেত্রী সেলিনা জেটলি ( Celina Jaitly)৷

আফগানিস্তান এমন একটি ক্ষত, যেখান থেকে রক্তপাত হচ্ছে৷ শিগগিরই ওই ক্ষত বন্ধ না করলে, তা প্রত্যেকের দুয়ারে গিয়ে হাজির হতে পারে অদূর ভবিষ্যতে৷ তাই আফগানিস্তান নিয়ে কেউ চোখ বন্দ করে থাকবেন না৷ বিশ্বের তাবড় শক্তিশালী দেশগুলির উচিত, আফগানিস্তান নিয়ে চিন্তা ভাবনা করার৷ আফগানিস্তানের মানুষকে এভাবে অসহায় অবস্থায় একা ফেলে রাখবেন না বলে আবেদন করলেন সেলিনা জেটলি৷

আরও পড়ুন:  Taliban: মার্কিন সেনা আফগানিস্তান ছাড়লেই বড় সিদ্ধান্ত তালিবানের: রিপোর্ট

নিজের সোশ্যাল হ্যান্ডেলে আফগানিস্তান নিয়ে মুখ খোলেন সেলিনা৷ তিনি বলেন, আফগানিস্তান থেকে এক সময় ভারতে পালিয়ে আসেন সেলিনা জেটলির প্রপিতামহী৷ আফগানিস্তান থেকে পালিয়ে ভারতের (India) শরণার্থী শিবিরে আশ্রয় নেন তিনি৷ এরপর থেকে গত ৪ প্রজন্ম ধরে তাঁরা ভারতে রয়েছেন বলে জানান সেলিনা৷

 

 

View this post on Instagram

 

ভারতই তাঁর প্রপিতামহীকে আশ্রয় দেয়, সম্মান দেয়৷ সেই দিনের জন্য আজ তিনি এই জায়গায় হাজির হতে পেরেছেন বলে জানান সেলিনা৷ তবে আফগানিস্তানে তাঁর অনেক বন্ধু বান্ধব, পরিবার পরিজন রয়েছেন৷ তাঁদের জন্য মন কাঁদছে৷ আফগানিস্তানে তাঁর কাছের মানুষরা কীভাবে রয়েছেন, কোন পরিস্থিতিতে রয়েছেন, তা নিয়ে ব্যাকুল সেলিনা৷

গোটা বিশ্বের (World) এবার তাই আফগানিস্তান নিয়ে ভাবনা চিন্তা করা উচিত বলে মনে করেন সেলিনা জেটলি৷ আফগানিস্তানে যা ঘটছে, অদূর ভবিষ্যতে যে কোনও দেশের সেই একই অবস্থা হতে পারে৷ তাই প্রত্যেককে এখন থেকেই সচেতন হতে হবে বলে আবেদন করেন বলিউড অভিনেত্রী৷