আফগানিস্তানে মার্কিন সেনা, ছবি সংগৃহীত

কাবুল, ২০ অগাস্ট: আগামী ৩১ অগাস্ট পর্যন্ত কোনও বড় সিদ্ধান্ত নেওয়া হবে না৷ যে কোনও ধরনের বড় সিদ্ধান্তের জন্য অপেক্ষা করতে হবে ৩১ অগাস্ট পর্যন্ত৷ চলতি মাসের শেষে আফগানিস্তান থেকে বিদায় নেবে মার্কিন সেনা৷ মার্কিনরা (US) আফগানিস্তান ছাড়ার পরই সরকার গঠনের বিষয়ে যে কোনও ধরনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হবে তালিবানের তরফে৷ নির্দিষ্ট দিন পর্যন্ত করতে হবে অপেক্ষা৷ আফগানিস্তানের (Afghanistan) প্রাক্তন এক আধিকারিকের তরফে উঠে আসতে শুরু করেছে এমন খবর৷

আফগানিস্তানে সরকার গঠনের ক্ষেত্রে তালিবান (Taliban) অনেকটাই নির্ভর করে হক্কানি নেটওয়ার্কের উপর৷ আনাস হক্কানি এ বিষয়ে আফগানিস্তানের ওই প্রাক্তন আধিকারিকের সঙ্গে এ বিষয়ে কথা বলেছেন বলে খবর৷

আরও পড়ুন: Afghan Pop Star Aryana Sayeed: শেষ করে দেবে তালিবান? আফগানিস্তান ছেড়ে পালালেন পপ তারকা আরিয়ানা

এদিকে তালিবান আফগানিস্তানে ক্ষমতা দখলের পর থেকে এখনও পর্যন্ত প্রায় ৯ হাজার আফগানিকে সে দেশ থেকে সরানো হয়েছে৷ মার্কিন বিমানে করে ওই ৯ হাজার আফগান নাগরিককে আমেরিকায় নিয়ে যাওয়া হয়েছে বলে খবর৷ প্রসঙ্গত বৃহস্পতিবারই প্রায় ৩ হাজার আফগান নাগরিককে উদ্ধার করে মার্কিন বিমানে চাপানো হয় আমেরিকান সেনার তরফে৷